বিহারে বিষমদে মৃত বেড়ে ১২, আটক ৯৪

বিহারে বিষমদ কাণ্ডের ঘটনায় প্রশাসনের তরফে Noniya Tola গ্রামের সাব ডিভিশনাল অফিসার সহ ২ পুলিশ কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে।

বিহারে বিষমদে মৃত বেড়ে ১২, আটক ৯৪

ট্রাইব টিভি ডিজিটাল: মদ নিষিদ্ধ বিহারে। সেই বিহারেই বিষমদে প্রাণ হারালেন আরও ৫ জন। এই নিয়ে বিষমদ কাণ্ডে বিহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। 

জানা গিয়েছে, বিহারে বিষমদ কাণ্ডের ঘটনায় প্রশাসনের তরফে Noniya Tola গ্রামের সাব ডিভিশনাল অফিসার সহ ২ পুলিশ কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এছাড়াও আইন অমান্য করায় আরও ৯৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

এদিকে বিহারের ছাপড়ার জেলা ম্যাজিস্ট্রেট রাজেশ মিনা এবং এসপি সন্তোষ কুমার নিশ্চিত করে জানিয়েছেন যে, মঙ্গলবার নাগপঞ্চমী উদযাপন উপলক্ষে বিষমদ খাওয়ার কারণে ১২ জনের মৃত্যু হয়েছে। যার পরে বেশ কয়েকজনও অসুস্থ হয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেলা প্রশাসন। 

জেলা ম্যাজিস্ট্রেট রাজেশ মিনা জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসন আগে থেকে সতর্ক থাকলে এত প্রাণহানির ঘটনা ঘটত না। স্থানীয় চৌকিদার এবং পুলিশ কর্মীদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। তাঁদের দু'জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে মর্মান্তিক এই ঘটনায়,  ১৫ জনেরও বেশি লোক তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। এছাড়াও ৩৫ জন এখনও ছাপরা এবং পাটনার হাসপাতালে চিকিৎসাধীন।