লখনউয়ের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২ জখম বহু

বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ভয়ঙ্কর ধোঁয়ায় জ্ঞান হারান অনেকেই।

লখনউয়ের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২ জখম বহু

ট্রাইব টিভি ডিজিটাল: সোমবার সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি বহুতল হোটেলে। ঘুম না ভাঙতেই আগুন আতঙ্ক। বহুতল হোটেলে আটকে পড়েন বহু মানুষ।

জানা গিয়েছে, বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ভয়ঙ্কর ধোঁয়ায় জ্ঞান হারান অনেকেই। হোটেলের ৩ ও ৪'তলা সম্পূর্ণ অগ্নিকাণ্ডের গ্রাসে চলে যায়। হোটেলের জানলা কেটে উদ্ধারের কাজ শুরু করে দমকল। সোমাবার সকাল সাড়ে সাতটা নাগাদ লখনউয়ের VIP- এলাকা হিসেবে পরিচিত হজরতগঞ্জের লেভানা হোটেলে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হোটেলের অন্দরেই আটকে পড়েন বহু মানুষ।

ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় পাননি অনেকে। আগুন আর ধোঁয়ার জেরে বহুতল হোটেলের সিঁড়িও ব্যবহার করতে পারেননি ভিতরে আটকে পড়া মানুষ। আগুনের তীব্রতা বেশি থাকায় মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

হোটেলের বাইরের লোহার কাঠামোও উদ্ধারে বড় সমস্যা তৈরি করে বলে দাবি। চাদরে বেঁধে কোনও ক্রমে অজ্ঞান হয়ে পড়া আবাসিকদের উদ্ধার করা হয়।হজরতগঞ্জের মতো অভিজাত এলাকার এই হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলেই অভিযোগ উঠেছে। সব দিক খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।