৭৫ বছর পর পুনর্মিলন, গুরুদুয়ারে পাকিস্তানী ভাইপোর সঙ্গে দেখা হল কাকার

পাকিস্তানের লাহোর শহর থেকে প্রায় ১৩০ কিমি দূরে অবস্থিত Narowal। যা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের শেষ বিশ্রামস্থল হিসেবে পরিচিত।

৭৫ বছর পর পুনর্মিলন, গুরুদুয়ারে পাকিস্তানী ভাইপোর সঙ্গে দেখা হল কাকার

ট্রাইব টিভি ডিজিটাল: এভাবেও হয়! গুরুদুয়ারে প্রার্থনা করতে গিয়ে ৯২ বছরের কাকার সঙ্গে দেখা হল ৭৫ এর ভাইপোর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বয়সের ভারে দু'জনেই এখন বৃদ্ধ। তাতে কী? আবেগে আপ্লুত হয়ে ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন কাকা। কাকা-ভাইপোর এই মিলনের ছবি ধরা পড়ল পাঞ্জাবের জলন্ধরের কার্তারপুর গুরুদুয়ারে। 

পাকিস্তানের লাহোর শহর থেকে প্রায় ১৩০ কিমি দূরে অবস্থিত Narowal। যা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের শেষ বিশ্রামস্থল হিসেবে পরিচিত। আর এখানে প্রার্থনা করতে এসে মিলন হল কাকা ভাইপোর। জানা গিয়েছে, কার্তারপুর গুরুদ্বারে আসেন ৯২ বছরের সারওয়ান সিং। যিনি বর্তমানে ভারতের পাঞ্জাবের বাসিন্দা। তাঁর ভাইপো মোহন সিং(৭৫)। যিনি এখন বর্তমানে পাকিস্তানের বাসিন্দা। এবং আবদুল খালিক নামেই পরিচিত। 

এদিন গুরুদ্বারে কাকার সঙ্গে দেখা হতেই এক মুহুর্তের জন্য যেন তাঁরা দু'জনেই শৈশবে ফিরে যান। সংবাদ সংস্থা 'PTI' কে দেওয়া এক সাক্ষাৎকারে কাকা সারওয়ান সিং জানান, ভাইপো মোহন সিং (আবদুল খালিক) এর সঙ্গে তিনি প্রায় ৪ ঘণ্টা সময় কাটিয়েছেন। শুধু তাই নয়, এতবছর পর কাকার সঙ্গে দেখা হওয়ায় দু'জনই দু'জনকে বুকে জড়িয়ে ধরেন। কাকার পা ছুঁয়ে প্রণাম করেন ভাইপো। একে অপরের পরিবারের সঙ্গে কিছুক্ষণের জন্য সুন্দর মুহুর্ত কাটান তাঁরা। সুখ দুঃখের গল্প, নিজ নিজ দেশের স্মৃতি ও জীবনযাপনের কথা এদিন একে অপরের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। 

জানা গিয়েছে, সারওয়ান সিং এবং খালিক দুজনেই সাদা কুর্তা পায়জামা পরেছিলেন। তাঁদের পুনর্মিলনের পরে, স্বজনরা তাঁদের মালা পরিয়ে দেন এবং গোলাপের পাপড়ি ছুঁড়ে দেন। এই বিষয়ে খালিকের এক আত্মীয় জাভেদ  বলেন, ''আমরা আমাদের অনুভূতিগুলি কথায় বলে বোঝাতে পারব না। তবে এটি ঈশ্বরের আশীর্বাদ যে আমরা 75 বছর পর আবার একত্রিত হয়েছি''।