পুকুরের জলে বিষ দেওয়ার অভিযোগ, ভেসে উঠল কুইন্টাল-কুইন্টাল মাছ 

পুকুরের জলে হঠাৎ করেই ভেসে উঠছে কুইন্টাল-কুইন্টাল মরা মাছ। ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়া জেলার শালতোড়ার ঢেকিয়া অঞ্চলের পাবয়া গ্রামে। 

পুকুরের জলে বিষ দেওয়ার অভিযোগ, ভেসে উঠল কুইন্টাল-কুইন্টাল মাছ 

ট্রাইব টিভি ডিজিটাল: পুকুরের জলে হঠাৎ করেই ভেসে উঠছে কুইন্টাল-কুইন্টাল মরা মাছ। ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়া জেলার শালতোড়ার ঢেকিয়া অঞ্চলের পাবয়া গ্রামে। 

জানা গিয়েছে, এদিন সকালেই শালতোড়ার ঢেকিয়া অঞ্চলের পাবয়া গ্রামের মধ্যে থাকা একটি পুকুরের জলে ভেসে ওঠে কুইন্টাল কুইন্টাল মৃত মাছ।  ওই পুকুরের মাছ চাষি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা শত্রুতার জেরে এই পুকুরের জলে বিষক্রিয়া ঘটিয়েছে। যার কারনে পুকুরের সমস্ত মাছ মারা গিয়েছে।

 এদিকে বৃহস্পতিবার ভোরে ওই পুকুর থেকে মাছ ধরার সময় জল থেকে উদ্ধার হয় বিষাক্ত কীটনাশকের বোতল। আর তা দেখে চক্ষু চড়কগাছ মাছ চাষিদের। শুধু তাই নয়, 
ভোর থেকে সকাল হতে না হতেই সমস্ত মাছ জলের ওপরে ভেসে ওঠে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এই পুকুরের মৎস্য ব্যবসায়ী। এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে শালতোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই পুকুরের মাছ চাষি। 

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে চোলাই মদের ঠেক ভাঙল পুলিশ। এদিন সকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পুলিশ অভিযান চালিয়ে বেআইনি ভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেকগুলিকে ভেঙে দেয়। 

জানা গিয়েছে, তল্লাশি অভিযান চালিয়ে সাঁকরাইল ব্লকের বাঘুয়াশোল গ্রাম থেকে ১৫০ লিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। সেই সঙ্গে বেশ কিছু চোলাই মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। পুলিশ ওই গ্রামগুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। যার ফলে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ওই গ্রামগুলিতে রমরমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা।