Andhra train accident: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় হত বেড়ে ১৪, চালকের ভুলেই বিপত্তি!

ট্রেনের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট রেলওয়ের এক শীর্ষ কর্তা জানান, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের  চালকই সিগন্যাল মানেননি। আরও জানতে পড়ুন...

Andhra train accident: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় হত বেড়ে ১৪, চালকের ভুলেই বিপত্তি!
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: এখনও দগদগে বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। সেই অভিশপ্ত দিনের ঘটনার কথা ফিকে না হতেই আরও এক ভয়াবহ রেল দুর্ঘটনা। রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত কমপক্ষে ৫২ জন। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। সূত্রের খবর, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে বিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে যায় একটি প্যাসেঞ্জার ট্রেন। রেলের তরফে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে দ্রুত চালু করা হয় হেল্পলাইন নম্বর। 

এদিকে অন্ধ্রের (Andhra Pradesh) মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''কবে ঘুম থেকে জাগবে রেল?'' দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi Twitter)।

সূত্রের খবর,  প্রাথমিক তদন্তেই জানানো হয়েছিল, যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)। এবার রেল আধিকারিকরাও জানালেন, ট্রেনের চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট রেলওয়ের এক শীর্ষ কর্তা জানান, বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের  চালকই সিগন্যাল মানেননি। লাল সিগন্যাল থাকা সত্ত্বেও তিনি সিগন্যাল ভেঙে এগিয়ে যান। ফলে ট্রেনটি গিয়ে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে। রবিবার রাতে বিশাখাপত্তনম থেকে ৪০ কিলোমিটার দূরে কান্তাকাপল্লির কাছে দুটি প্যাসেঞ্জার ট্রেনের দুর্ঘটনা ঘটে। ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেন, ''বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালকই দুর্ঘটনার জন্য দায়ী। রেলের সিগন্যালিংয়ের কোনও সমস্যা ছিল না। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ওই লাইনে থাকায়, পিছন থেকে আসা বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু চালক সেই সিগন্যাল না মানায় দুর্ঘটনা ঘটে। ট্রেনটি গিয়ে পালাসা প্য়াসেঞ্জার ট্রেনের পিছনে ধাক্কা মারে। ওই চালকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত এখনও জারি রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট চিত্র দেখা যাবে।''