মঙ্গলকোট মামলায় স্বস্তি! আদালতে বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস হয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''এটা সত্যের জয়।''

মঙ্গলকোট মামলায় স্বস্তি! আদালতে বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

ট্রাইব টিভি ডিজিটাল: অবশেষে স্বস্তি! মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার অনুব্রত মণ্ডলের এই মামলা ওঠে বিধাননগরের MP-MLA আদালতে। এদিন চার্জশিটে নাম থাকা অনুব্রত সহ ১৪ জনকে বেকসুর খালাস করে দেয় আদালত। স্বাভাবিকভাবেই আপাতত একটি মামলায় স্বস্তি পেয়েছেন তিনি। 

সূত্রের খবর, মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস হয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''এটা সত্যের জয়।'' শুধু তাই নয়, এদিন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসানসোলের সংশোধনাগার থেকে বিধাননগরে নিয়ে আসা হয় অনুব্রতকে। সকাল থেকেই ফুরফুরে মেজাজে দেখা যায় বীরভূমের এই তৃণমূল নেতাকে। আসানসোলের সংশোধনাগার থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডল বলেন, ''সারা জীবন কেউ জেলে থাকে না।'' কলকাতায় আসার পথে শক্তিগড়ের একটি ল্যাংচার দোকানের সামনে তাঁর গাড়ি থামলেও তিনি ল্যাংচা খাননি। গাড়ি থেকেও নামেননি এই নেতা। সূত্রের খবর, প্রাতঃরাশ হিসেবে তাঁকে ছোলার ডাল এবং চারটি কচুরি গাড়ির মধ্যেই দেওয়া হয়। এক পুলিশ কর্মী একটি প্যাকেটে তা দেন।

উল্লেখ্য, ২০১০ সালে ৫ মার্চ বাম জামানায় মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গোটা রাজ্যজুড়ে। এই ঘটনায় কয়েকজন বাম কর্মী গুরুতর আহত হয়েছিলেন। কেবুলাল শেখ নামক এক বাম কর্মীর এই বিস্ফোরণে একটি হাত নষ্ট হয়ে যায়। ঘটনায় চার্জশিটে নাম ছিল অনুব্রত মণ্ডলের। শুক্রবার এই ঘটনার শুনানি হয় বিধাননগরের MP এবং MLA আদালতে। সেখানে অনুব্রত মণ্ডলের পাশাপাশি যাঁদের চার্জশিটে নাম ছিল তাঁদেরও আদালতে তোলা হয়।