দুঃস্থ পড়ুয়াদের জন্য ফ্রিতে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, সৌজন্যে অরিজিৎ সিং

 অরিজিৎ সিং'এর এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। এর ফলে বিশেষ করে বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় সরগর হয়ে উঠবেন

দুঃস্থ পড়ুয়াদের জন্য ফ্রিতে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, সৌজন্যে অরিজিৎ সিং

ট্রাইব টিভি ডিজিটাল: নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ইংরেজিতে দক্ষ করে তুলতে ফ্রিতে ইংরেজি কোচিং সেন্টার খোলার উদ্যোগ নিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিং। 

কোচিং সেন্টারের জন্য ইতিমধ্যে তিনি জিয়াগঞ্জ থানা সংলগ্ন একটি নার্সিং কলেজ পরিদর্শন করেন। নার্সিং কলেজের মালিক তথা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর মন্ডল গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটি ঘর দেবেন বলে আশ্বাস দিয়েছেন। খুব শীঘ্রই ফ্রি ইংরেজি কোচিং সেন্টার চালু হবে বলে অরিজিৎ সিং'এর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে।

 অরিজিৎ সিং'এর এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। এর ফলে বিশেষ করে বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় সরগর হয়ে উঠবেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন  বলে আশা প্রকাশ করেছেন তারা।

ওইদিন অরিজিৎ সিং'এর কলেজে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই নার্সিং কলেজের ছাত্রীরা ছুটে আসেন। প্রিয় গায়ককে হাতের নাগালের মধ্যে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। শুধু তাই নয়, গায়কও সকলের আবদার হাসিমুখে মেটান।