পুরসভার উপ প্রশাসককে খুনের হুমকি দিয়ে চিঠি, রাজনৈতিক চাপানউতোর রায়গঞ্জে

ঘটনার খবর চাউর হতেই রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরসভার উপ প্রশাসককে খুনের হুমকি দিয়ে চিঠি, রাজনৈতিক চাপানউতোর রায়গঞ্জে

ট্রাইব টিভি ডিজিটাল: রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক তথা জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অরিন্দম সরকারকে খুনের হুমকি দিয়ে চিঠি। বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন তৃনমূল নেতা অরিন্দম সরকার। ঘটনায় ওই চিঠি নিয়ে ব্যাপক শোরগোল ছড়িয়েছে রায়গঞ্জ জুড়ে। 

জানা গিয়েছে, হুমকি চিঠি নিয়ে সমস্ত বিষয়টি জানিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা অরিন্দম সরকার। যদিও ঘটনার খবর চাউর হতেই রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন অরিন্দম সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। 

জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তথা রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকারকে খুন করার চক্রান্ত করে রায়গঞ্জ থেকে একটি নির্দিষ্ট গাড়ি করে ভিনরাজ্যে যাওয়া হয়েছিল বলে বলে অভিযোগ উঠেছে। অরিন্দম সরকারের কাছে খুনের হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

অভিযোগ ওই চিঠিতে উল্লেখ রয়েছে, রায়গঞ্জ থেকে কিছু ব্যক্তি WB 60 B 5858 এই নম্বরের একটি গাড়ি বাইরে যায়। সেই গাড়িটি এরাজ্য নাকি রাজ্যের বাইরে গিয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে গাড়িতে থাকা ব্যক্তিরা  কিছু দুস্কৃতীদের হাতে টাকা দেয় অরিন্দম সরকারকে মেরে ফেলার জন্য। এক কথায় প্রানে মেরে ফেলার জন্য " সুপারি কিলার " নিয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। 

বহিরাগত সেই সুপারি কিলাররা বা দুস্কৃতীরা রায়গঞ্জে এসে অরিন্দম সরকারের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে এই মর্মে সচেতন করে অরিন্দম সরকারের কাছে একটি চিঠি আসে। চিঠি পাওয়ার বিষয় সহ পুরো বিষয়টি নিয়ে তৃণমূল নেতা অরিন্দম সরকার সোমবার রাতেই রায়গঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশের হাতে সমস্ত তথ্য তুলে দেন তিনি।

 রায়গঞ্জের অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা তথা রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকারের প্রাননাশের হুমকির বিষয় নিয়ে উদ্বিগ্ন জেলার তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। অরিন্দম সরকার এই ঘটনাকে বিরোধীদের ষড়যন্ত্র বলেই দাবি করেছেন। নাম না করে বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও বিজেপির জেলা সাধারণ সম্পাদক নিমাই কবিরাজ জানিয়েছেন, বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে না।