রাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির কে, প্রার্থী বাছাইয়ে জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে

রাজ্যসভায় রাজ্য থেকে কাকে নিবার্চন করা হবে তা নিয়ে আলোচনা পদ্ম শিবিরের অভ্যন্তরে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

রাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির কে,  প্রার্থী বাছাইয়ে জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: ২৭ ফেব্রুয়ারি ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভার আসনে নির্বাচন। এরাজ্যে ৫টি আসনে নির্বাচন রয়েছে। সংখ্যার নিরিখে রাজ্য থেকে বিজেপির একজন রাজ্যসভায় যাওয়ার কথা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যসভায় কাকে পাঠানো যায় তা নিয়ে আলোচনা চলছে বিজেপির অন্দরে। বেশ কয়েকটি নাম রয়েছে আলোচনায়।

রাজ্যসভায় রাজ্য থেকে কাকে নিবার্চন করা হবে তা নিয়ে আলোচনা পদ্ম শিবিরের অভ্যন্তরে। বিজেপি সূত্রে খবর, এই বিষয়ে রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে নাম নির্বাচিত করতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে পদ্ম শিবির।

এখনও পর্যন্ত বেশ কিছু নাম ঘুরছে। সূত্রের খবর, যে নামগুলি আলোচনায় রয়েছে তার মধ্যে রয়েছে, অনির্বান গাঙ্গুলি, বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ, মিঠুন চক্রবর্তী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত, প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলী। দীনেশ ত্রিবেদীর নামও রয়েছে। তবে আরও একটি নাম রয়েছে চর্চায়। তিনি হলেন কীর্তন বাউল শিল্পী সিদ্ধার্থ শঙ্কর নস্কর। এর আগে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। বাউল, কীর্তন সঙ্গীতের সঙ্গে যুক্তদের মধ্যে তাঁর ভালো প্রভাব আছে বলেও শোনা যাচ্ছে।  এখন দেখার এই নামগুলির মধ্যে কোন নামটি চূড়ান্ত করা হয়। প্রসঙ্গত, যে পাঁচটি আসন ফাঁকা হচ্ছে তার মধ্যে চারটি তৃণমূলের। তারা ছিলেন যথাক্রমে শান্তনু সেন, আবির বিশ্বাস, নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী।  বিজেপি যে আসনটি পাবে সেটিতে ছিল তৃণমূলের সমর্থনে জেতা কংগ্রেসের অভিষেক মনু সিংভি। রাজ্যসভার ভোট ২৭ ফেব্রুয়ারি।