BJP-র নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, রণক্ষেত্র নন্দীগ্রাম!

পুলিশের বাধায় নবান্ন অভিযানে যেতে না পেরে রাস্তায় বসেও অবস্থান বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা। তেখালির পাশাপাশি নন্দীগ্রামের জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভে গেরুয়া শিবির।

BJP-র নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, রণক্ষেত্র নন্দীগ্রাম!


ট্রাইব টিভি ডিজিটাল: নবান্ন অভিযানে যেতে পুলিশি বাধার অভিযোগ, আগুন জ্বলল নন্দীগ্রামে! মারাত্মক ঘটনা। বিজেপির নবান্ন অভিযানের দিনই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ঠেলাঠেলি হাতাহাতি ঘিরে উত্তেজনা নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় এলাকায়। 

বিজেপি নেতা প্রলয় পালের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়। পুলিশের বাধা পেয়ে আটকে পড়া নন্দীগ্রামের বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেছে। নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় এবং হরিপুর এলাকায় চলছে ক্ষোভ বিক্ষোভ অবরোধ। অপরদিকে, রাস্তায় আগুন জ্বালিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ নন্দীগ্রামের তেখালিতে! নন্দীগ্রামের তেখালিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা অবরোধ বিক্ষোভ শুরু করেছে। 

পুলিশের বাধায় নবান্ন অভিযানে যেতে না পেরে রাস্তায় বসেও অবস্থান বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা। তেখালির পাশাপাশি নন্দীগ্রামের জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভে গেরুয়া শিবির।উত্তেজনা ছড়িয়েছে তমলুক রেল স্টেশন চত্বরেও। বিজেপি কর্মীদের পুলিশের আটক করা এবং তাদের প্রিজন ভ্যানে তোলা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ঘিরে উত্তেজনা! সকাল থেকেই তমলুক স্টেশনের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

নবান্নের উদ্দেশ্য বিজেপি কর্মী সমর্থকদের যাওয়া আটকাতে সাধারণ মানুষকেও আটক এবং হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। তমলুক স্টেশন থেকে কাউকেই কোনো ট্রেন ধরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।এদিকে, নবান্ন অভিযানে যেতে পুলিশের বাধা পেয়ে বাস থেকে নেমে পথ অবরোধ বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা! হলদিয়া মেছেদা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা।

 মহিষাদলের কাপাসেড়িয়া মোড়ে অবরোধ শুরু করেছে তারা। এলাকা জুড়ে উত্তেজনা রয়েছে।আবার বিজেপির নবান্ন অভিযানে যাওয়ার পথে কুল্পির রামকৃষ্ণপুর ১১৭ নং জাতীয় সড়কে বিজেপি কর্মীদের গাড়ি আটকাল পুলিশ। এরই জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাদের গাড়ি আটকেছে যাতে নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকেরা না যেতে পারে।