৩ বছর পর ফের ভারতে হাসিনা, চারদিনের সফরে স্বাক্ষর হতে পারে জলবন্টন সহ একাধিক চুক্তি

 ৩ দিনের দিল্লি সফরে সোমবার ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।

৩ বছর পর ফের ভারতে হাসিনা,  চারদিনের সফরে স্বাক্ষর হতে পারে জলবন্টন সহ একাধিক চুক্তি

ট্রাইব টিভি ডিজিটাল:  ৪ দিনের দিল্লি সফরে সোমবার ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। মোদি-হাসিনা বৈঠকে উঠতে পারে তিস্তা জলবণ্টন প্রসঙ্গ। সেই সঙ্গে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক নিয়ে আর কী কী বিষয় তাঁদের আলোচনায় উঠে আসবে সেদিকে তাকিয়ে গোটা দেশ।

 জানা গিয়েছে, শেখ হাসিনার ৪ দিনের এই সফরে তিনি দেখা করবেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে। দ্বিপাক্ষিক সম্পর্ক সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক শেষে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফিরে যাবেন তিনি। এদিকে হাসিনার এই ৩ দিনের সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কি-না তা এখনও জানা যায়নি। 
 
সরকারি সূত্রে খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজান সহ একাধিক মন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা, বাণিজ্য, জলবন্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে বলেই জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই কুশিয়ারা নদী নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনও জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, রেলওয়ে, আইন ও তথ্য সম্প্রচার নিয়ে একাধিক মৌ স্বাক্ষর করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে শেষবার ভারত সফরে এসেছিলেন শেখ হাসিনা। সেই সময়ও দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও মৌ স্বাক্ষরিত হয়েছিল। ইতিমধ্যেই সেই মৌ চুক্তিগুলির একাধিক বাস্তবায়িতও হয়েছে।