পুলওয়ামায় জঙ্গি হামলা, আহত বাংলার শ্রমিক

আহত বাংলার উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের দিঘলগাঁও গ্রামের শ্রমিক মনিরুল ইসলাম। 

পুলওয়ামায় জঙ্গি হামলা, আহত বাংলার শ্রমিক

ট্রাইব টিভি ডিজিটাল: কাশ্মীরের পুলওয়ামায় কাজ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে আহত বাংলার শ্রমিক। আহত শ্রমিক মনিরুল ইসলাম। তিনি উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের দিঘলগাঁও গ্রামের বাসিন্দা।  

 ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে মনিরুলের গ্রামে ছুটে আসেন করনদিঘী থানার পুলিশ ও করনদিঘীর বিধায়ক গৌতম পাল। আতঙ্কিত মনিরুলের পরিবারের সদস্যরা।  সবরকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের দিঘলগাঁও গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম গত ১৪ দিন আগে কাশ্মীরের পুলওয়ামাতে কাজ করতে যায়। প্রতিদিনের মতো এদিন সকালে মনিরুল ইসলাম ও তার দুই সঙ্গীকে নিয়ে জমিতে কফি কাটতে যায়। সেই সময় আচমকাই জঙ্গিরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ।

 জঙ্গিদের গুলি মনিরুলের পায়ে লাগলে মাটিতে পড়ে যায় মনিরুল। তড়িঘড়ি তাকে পুলওয়ামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুলওয়ামা হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল। এই ঘটনা খবর পেয়ে মনিরুলের গ্রামে ছুটে আসেন করনদিঘী থানার পুলিশ। পাশাপাশি মনিরুলের বাড়িতে যান করনদিঘী বিধায়ক গৌতম পাল। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক গৌতম পাল।