মাত্র ১ টাকাতেই মিলছে বিরিয়ানি! জানুন কোথায়...

এক টাকার বিরিয়ানি নিয়ে তোলপাড় শিলিগুড়ি। তাও ভেজ নয়, প্লেট ভরা ননভেজ বিরিয়ানি। বছর শেষে এক টাকায় বিরিয়ানির এমন অফার পৃথিবীর নবম আশ্চর্যের সামিল।

মাত্র ১ টাকাতেই মিলছে বিরিয়ানি! জানুন কোথায়...

ট্রাইব টিভি ডিজিটাল: বিরিয়ানি চার অক্ষরের এই ছোট্ট শব্দের খাবারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রাজকীয় এক লোভনীয় স্বাদের খাবারের ছবি! প্লেটে গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, তাও মাত্র এক টাকায়! বছর শেষে শীতের পরশের মাঝে শিলিগুড়িতে ঝড় তুলেছে এক টাকায় এক প্লেট গরম বিরিয়ানি। শুধু আলু নয়, সঙ্গে রয়েছে চিকেন-ডিমও। হ্যাঁ, এমনই এক উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন।

এক টাকার বিরিয়ানি নিয়ে তোলপাড় শিলিগুড়ি। তাও ভেজ নয়, প্লেট ভরা ননভেজ বিরিয়ানি। বছর শেষে এক টাকায় বিরিয়ানির এমন অফার পৃথিবীর নবম আশ্চর্যের সামিল। যেখানে মোটামুটি এক রেস্তোরাঁতেও ১০০ টাকার কমে বিরিয়ানি পাওয়া প্রায় অসম্ভব। সেখানে কীভাবে মাত্র ১ টাকায় বিরিয়ানি পাওয়া যাবে? ভাবতে অবাক লাগলেও এটাও সত্যি। মাত্র ১ টাকাতেই শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে বিরিয়ানি। আর ১ টাকায় শুধুমাত্র নামে এক প্লেট বিরিয়ানি নয়। একেবারে পেট ভরানো পরিমাণই থাকছে প্রতি প্লেটে। সৌজন্যে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

জানা গিয়েছে, তাঁদের উদ্যোগেই ১ টাকায় বিরিয়ানির এই কর্মসূচি। শিলিগুড়ি জেলা হাসপাতালে আসা রোগীর পরিবার, দুস্থ মানুষ সকলের জন্যেই মিলছে ১ টাকার বিরিয়ানি। হাসপাতালে আসা রোগীদের পরিবারের অনেকেই বাইরে গিয়ে খেয়ে আসার সময় পান না। তবে বিনে পয়সায় আবার অনেকেই খাবার খেতে চান না। সংগঠনের তরফে জানানো হয় সকল মানুষের কথা মাথায় রেখেই তাই ১ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেনুতে ভেজ ও চিকেন দুরকমের বিরিয়ানিই রাখা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত প্রায় ১৮ টি ক্যাম্প করে সাধারণ মানুষকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। মঙ্গলবারও শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যাম্প করে বিরিয়ানি খাওয়ানো হয়। রোগীর পরিবার, দুস্থ মানুষদের পাশাপাশি সাধারণ পথচলতি মানুষেরাও ১ টাকায় বিরিয়ানি খান। বিভিন্ন সময় শহরের বিভিন্ন মানুষ সংগঠনের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 

ইউনিক ফাউন্ডেশন টিমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের দাবি, অনেক সময় বিনামূল্যে খাবার বিতরণ করলে অনেকের মনে সংকোচ থাকে। ফলে তাঁরা খেতে চান না। যেকারণে গ্রাহকদের থেকে ১ টাকা করে নেওয়া হচ্ছে। এতে তারাও ভাববেন টাকা দিয়ে খাবার খাচ্ছেন। শহরের বিভিন্ন বস্তি এলাকা, হাসপাতাল চত্বর সহ বিভিন্ন জায়গায় এভাবে ক্যাম্প করে খাওয়ানো হচ্ছে লোকজনকে। এতে ব্যাপক সাড়াও মিলছে।