রকেট গতিতে সম্পত্তি বৃদ্ধি অনুব্রতর,  শিবশম্ভু রাইস মিলে হানা CBI-এর 

কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছেন ৪ জন আধিকারিক। রাজা ঘোষ, অনুব্রত মণ্ডলের দিদির ছেলে তার মা ও বাবার নামে এই রাইস মিল।

রকেট গতিতে সম্পত্তি বৃদ্ধি অনুব্রতর,  শিবশম্ভু রাইস মিলে হানা CBI-এর 

ট্রাইব টিভি ডিজিটাল: ভোলে ব্যোমের পর এবার শিবশম্ভু রাইস মিলে হানা সিবিআই আধিকারিকদের। সোমবার সকালে অনুব্রত মণ্ডলের নামে এই রাইস মিলে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছেন ৪ জন আধিকারিক। রাজা ঘোষ, অনুব্রত মণ্ডলের দিদির ছেলে তার মা ও বাবার নামে এই রাইস মিল। অর্থাৎ অনুব্রত মন্ডলের দিদি ও জামাইবাবু নামে এই রাইস মিল। ইতিমধ্যেই রাইস মিলে তল্লাশি শুরু হয়েছে। ওখানকার ম্যানেজার এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

CBI আধিকারিকদের সঙ্গে রয়েছেন FCI আধিকারিকেরাও। যদিও ভোলে ব্যোমের মতো এই রাইস মিলে ঢুকতে সমস্যা হয়নি কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের। সহজেই রাইস মিলের গেট খুলে গোয়েন্দাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। এই রাইস মিলের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঠিক কী যোগ রয়েছে, এই রাইস মিলের উত্থান কী ভাবে, তার খোঁজেই এবার শিবশম্ভু রাইস মিলে হানা দিলেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা থেকে CBI-এর এক আধিকারিক আসেন বোলপুরের পূর্বপল্লিতে CBI-এর অস্থায়ী ক্যাম্পে। এর পরই CBI প্রতিনিধিদের একটি দল পৌঁছে যায় বাঁধগোড়ায় শিবশম্ভু রাইস মিলে।

CBI আধিকারিকদের সঙ্গে রয়েছেন FCI আধিকারিকেরাও। তবে তাঁরা রাইস মিলে আসতে গেটে তাঁদের আটকানো হয়নি। ডাকাডাকি করার সঙ্গে সঙ্গেই গেট খুলে দেওয়া হয়। তারপর গোয়েন্দারা রাইস মিলের ভিতরে ঢুকে সমস্ত নথি খতিয়ে দেখছেন তাঁরা। দীর্ঘদিন এই রাইস মিলটি বন্ধ ছিল। ফলে গোয়েন্দাদের সন্দেহ আরও জোরাল হচ্ছে। এদিকে শিবশম্ভু রাইস মিলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা।