চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, নার্সিংহোম বন্ধের নির্দেশ

গত বৃহস্পতিবার চিকিৎসার গাফিলতির জেরে এক শিশুর মৃত্যু ঘটে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার একটি বেসরকারি নার্সিংহোমে।

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, নার্সিংহোম বন্ধের নির্দেশ

ট্রাইব টিভি ডিজিটাল: ফের রাজ্যে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটল। মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বন্ধ করানো হল বেসরকারি নার্সিংহোম। জানা গিয়েছে, একটি বেসরকারি নার্সিংহোমের শিশু মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে চক্ষু চড়ক গাছ প্রশাসনিক আধিকারিকদের। ঝটিকা পরিদর্শনে গিয়ে দেখেন, অভিযুক্ত ওই নার্সিংহোমে নেই কোনও চিকিৎসক। এমনকি কোনও প্রশিক্ষিত নার্সেরও দেখা মেলেনি। 

জানা গিয়েছে, রোগী পরিষেবার বন্দোবস্ত নাম মাত্রই রয়েছে ঐ নার্সিংহোমে। এরপরই স্বাস্থ্য অধিকারীকের সঙ্গে পরিদর্শনে আসা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস নার্সিংহোমটি বন্ধ রাখার নির্দেশ দেন।

 উল্লেখ্য, গত বৃহস্পতিবার চিকিৎসার গাফিলতির জেরে এক শিশুর মৃত্যু ঘটে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার একটি বেসরকারি নার্সিংহোমে। এমনটাই অভিযোগ উঠেছিল মৃত শিশুর পরিবারের তরফে। এই নিয়ে নিরাময় নার্সিংহোম নামক ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। 

শিশুর পরিবারের সদস্যদের দাবি, জ্বর নিয়ে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ঐ শিশুকে ঘাটালের কুশপাতার নিরাময় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কয়েকদিনের চিকিৎসার পর প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল শিশুটি। কিন্তু বৃহস্পতিবার সকাল বেলা নার্সিংহোমের এক নার্স শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পরেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, এর কিছুক্ষণের মধ্যেই শিশুটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে। একসময়  নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়ে দেয় শিশুটি মারা গিয়েছে। আর এতেই ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিজনেরা।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিরামপুরের বাসিন্দা সঞ্জয় লাগা। কয়েকদিন আগে তার সাড়ে ৩ বছরের মেয়ে মোউমন লাগাকে ভর্তি করে ঘাটালের 'নিরাময়' নামের একটি নার্সিংহোমে। শিশুর পরিবারের দাবি, জ্বর হওয়ার জন্য শিশুকে নার্সিংহোমে ভর্তি হয়েছিল। সে সুস্থও হয়ে উঠছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল নাগাদ চিকিৎসকেরা জানায় সুস্থ আছে তারপর হঠাৎ করে নার্সিংহোমের একজন নার্স একটি ইনজেকশন দেওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তারপরেই শিশু মৃত্যু হয় বলে জানিয়েছে নার্সিংহোম।

অভিযোগ চিকিৎসার গাফিলতিতে ভুল ইনজেকশন দেওয়ার পরে এই ঘটনা ঘটেছে। 
যদিও নার্সিংহোমের পক্ষ থেকে দাবি, চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না। মহকুমা শাসক জানান, শিশু মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। নার্সিংহোমকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত না নার্সিংহোমটি বন্ধ রাখতে হবে।