মিলছে না রেহাই, ফের কোভিড আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের অন্দরে এর আগেও অনেক সাংসদ, নেতা করোনা আক্রান্ত হয়েছিলেন। দলের সাংসদ অভিষেক মনু সিংভি ছাড়াও বেশকিছু নেতা সাংসদ অতীতে করোনা সংক্রামিত হন।

মিলছে না রেহাই, ফের কোভিড আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

ট্রাইব টিভি ডিজিটাল: এক মাসের মধ্যেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন সোনিয়া (Sonia Gandhi) কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত (Covid19) হওয়ার খবর জানিয়েছেন তিনি। 

টুইটারে তিনি লেখেন,''ফের দ্বিতীয়বার করোনা সংক্রমিত হলাম। আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত বিধিনিষেধ মেনে নিজেকে সম্পূর্ণ হোম আইসোলেশনে রেখেছি। মেনে চলছি চিকিৎসকদের পরামর্শ''। 

সংবাদ সংস্থা 'ANI' সূত্রে খবর, অসুস্থ থাকায় কংগ্রেস নেত্রী ও তার ভাই রাহুল গান্ধীর রাজস্থানের আলওয়ার সফর বাতিল করা হয়েছে। আজ আলওয়ারে তার পার্টির 'নেত্রত্ব সংকল্প শিবির'-এ যোগ দেওয়ার কথা ছিল। অন্যদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির নোটিশ দেওয়ার পরই প্রকাশ্যে আসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনা সংক্রমিত হওয়ার খবর। কোভিড আক্রান্ত হওয়ার পর গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ভর্তি ছিলেন দিল্লির Sir Ganga Ram হাসপাতালে।    

আরও জানা গিয়েছে, কংগ্রেসের অন্দরে এর আগেও অনেক সাংসদ, নেতা করোনা আক্রান্ত হয়েছিলেন। দলের সাংসদ অভিষেক মনু সিংভি ছাড়াও বেশকিছু নেতা সাংসদ অতীতে করোনা সংক্রামিত হয়েছিলেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায়, রাজ্যসভার বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে নিজের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানান। টুইটারে নিজের করোনা সংক্রমণের খবর দিয়ে তাঁর সংস্পর্শে আসা বাকিদেরও তিনি কোভিড টেস্ট করার পরামর্শ দেন।