India Covid19: বাড়ছে সংক্রমণের দাপট, বুস্টার ডোজে অনীহা ডেকে আনছে বিপদ

দিল্লিতে সংক্রমণের হার পৌঁছেছে ২০ শতাংশে। রাজ্যে সংক্রমণ বাড়তেই ফের টিকাকরণের উপরেই জোর দেওয়ার কথা বললেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। 

India Covid19: বাড়ছে সংক্রমণের দাপট, বুস্টার ডোজে অনীহা ডেকে আনছে বিপদ

ট্রাইব টিভি ডিজিটাল: তরতরিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দিল্লিতে সংক্রমণের হার পৌঁছেছে ২০ শতাংশে। রাজ্যে সংক্রমণ বাড়তেই ফের টিকাকরণের উপরেই জোর দেওয়ার কথা বললেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। 
তিনি জানান,করোনা আক্রান্ত হয়ে যারা বর্তমানে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে কেবল ১০ শতাংশই করোনার বুস্টার ডোজ় নিয়েছেন। বাকি ৯০ শতাংশের করোনার দুটি টিকায় নেওয়া হয়ে গিয়েছে। দুটি টিকাপ্রাপ্তদের তুলনায় বুস্টার ডোজ় নিয়েছেন যারা, তারা অধিক সুরক্ষিত বলেও জানান তিনি। 

এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব নরেশ কুমার জেলা ম্যাজিস্ট্রেটদের মেট্রো স্টেশন, বাজার এবং মলগুলি সহ রাজ্যের জনবহুল জায়গায় নজরদাড়ি চালানোর নির্দেশ দিয়েছেন। যাতে মানুষকে কোভিড মোকাবিলায় আরও বেশি করে সচেতন করা যায়। শুধু তাই নয়, করোনা বিরুদ্ধে লড়াইয়ে এলাকায় কোথায় কত ভ্যাক্সিনেশন ক্যাম্প বসানো হয়েছে সেই হিসেবও রাখার নির্দেশ দিয়েছেন তিনি। 

এই বিষয়ে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, ''করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন যারা, তাঁদের মধ্যে ৯০ শতাংশই করোনা টিকার দু'টি ডোজ় নিয়েছেন। অন্যদিকে যারা বুস্টার ডোজ় নিয়েছেন, তাঁদের মধ্যে কেবল ১০ শতাংশই করোনা আক্রান্ত হয়েছেন। এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা প্রিকশনারি ডোজ় নিয়েছেন, তাঁরা বাকিদের তুলনায় করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকছেন।'' 

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 19,86,739 জন এবং মৃত্যু হয়েছে 26,392 জনের। সোমবার পর্যন্ত রাজধানী দিল্লিতে পজিটিভিটি রেট পৌঁছেছে 14.57% এবং নতুন করে আক্রান্ত্র হয়েছেন 1,227।