কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকেই শুরু পুজো, নবমীতে মহিষ বলি কোথায় জানুন...

গত দুই বছর করোনা মহামারী কাটিয়ে সিংহবাহিনী পরিবারে ফের মেতে উঠল উৎসবের আমেজে। প্রায় ৫০০ বছর ধরে এই পরিবারে সিংহবাহিনী দেবীর পাশে মৃন্ময়ী ও চিন্ময়ী ভাবে পূজিত হন দেবী দুর্গা।

কৃষ্ণপক্ষের নবমী তিথি থেকেই শুরু পুজো, নবমীতে মহিষ বলি কোথায় জানুন...

ট্রাইব টিভি ডিজিটাল: ১৯ সেপ্টেম্বর সোমবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজ দেবী দুর্গার বোধন। আজ থেকেই দেবী দুর্গার আরাধনায় মেতে উঠল মুর্শিদাবাদ-বীরভূম সীমান্তে অবস্থিত বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রামের সিংহ বাহিনী পরিবার।

 গত দুই বছর করোনা মহামারী কাটিয়ে সিংহবাহিনী পরিবারে ফের মেতে উঠল উৎসবের আমেজে। প্রায় ৫০০ বছর ধরে এই পরিবারে সিংহবাহিনী দেবীর পাশে মৃন্ময়ী ও চিন্ময়ী ভাবে পূজিত হন দেবী দুর্গা, যদিও প্রাচীন আমলের সেই জৌলুস কমলেও ৫০০ বছরের পুরনো এই পুজোকে নিয়ে পরিবারের সদস্যদের ও এলাকার বাসিন্দাদের আবেগ কৌতূহলের অন্ত নেই আজও।

 দুর্গাপুজোর কার্যত ১৫ দিন আগে দেবী দুর্গার বোধণের দিনেই প্রতিবার সূচনা হয় সিংহবাহিনী বাড়ির এই পুজো। যা সমাপ্তি ঘটে চতুর্দশীর দিনে। এই সিংহ বাহিনী বাড়ির পুজোর মূল বিশেষত্ব হল, আজও এই সিংহ বাহিনী মন্দিরে পূজিত হন বাহন। পুজোর নবমী তিথির দিন প্রাচীন আমল থেকে তৈরি হয়ে আসা প্রথা অনুযায়ী, আজও মহিষ বলি প্রথা পালন করা হয়।

কথিত আছে এই পুজোর পাশাপাশি সন্তানহীন মহিলাদের মিনতি শোনেন সিংহবাহিনী বাড়ির দেবী। অন্যান্য বার পরিবারের বাইরের সদস্যরা এসে উপস্থিত হতে না পারলেও এবারে পুজোয় ১৫ দিন আগে থেকেই সিংহবাহিনী বাড়ির দেশ-বিদেশের সদস্যরা এসে পড়েছেন গ্রামের বাড়িতে। পাঁচথুপিতে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত এই গ্রামটি অত্যন্ত প্রাচীন একটি গ্রাম। যা বীরভূম লাগোয়া। আর এই গ্রামেরই একাধিক পুজোর মধ্য সিংহবাহিনী বাড়ির পুজোর মানুষের কাছে একটু বেশি আবেগপ্রবণ।