অযোগ্য রাষ্ট্রনেতা, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা নিয়ে মুখ খুলল আততায়ী

দ্রুত নির্বাচনের দাবিতে বিগত কয়েকদিন ধরেই পাকিস্তান জুড়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

অযোগ্য রাষ্ট্রনেতা, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা নিয়ে মুখ খুলল আততায়ী

ট্রাইব টিভি ডিজিটাল:  ভরা জনসভায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি। বৃহস্পতিবার ইসলামাবাদের রাস্তায় ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হন তিনি। হামলাকারী ইমরানকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে গুলি লাগে। পরে তাঁকে লাহোরের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ওয়াজিরাবাদে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের দাবি, ইমরানকে হত্যার ছক কষতে তাকে কেউ মদত করেনি। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই রিয়েল ফ্রিডম পদযাত্রায় গুলি চলে। জখম হন ইমরান খান। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল একাধিক আততায়ী। পিস্তল থেকে গুলি ছোঁড়া এক যুবককে গ্রেফতার করা গেলেও ফেরার স্বয়ংস্ক্রিয় আগ্নেয়াস্ত্রধারী আরেক আততায়ী। কোনও কোনও সংবাদমাধ্যম অবশ্য দাবি করছে, এক আততায়ীর মৃত্যু হয়েছে। সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। এদিকে ধৃত আততায়ীর দাবি,ইমরানকে মারতে চেয়েছিলেন তিনি। ইমরান দেশকে ভুল পথে চালনা করছেন। মানুষকে বিভ্রান্ত করছে। এটা কেউ মানতে পারছেন না। তাই পদযাত্রার শুরুতেই তাঁকে হত্যার ছক কষে ছিলেন ঐ আততায়ী। 

  বৃহস্পতিবার ইমরানের উপর হামলার পর তাঁর হয়ে দলের তরফে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন উমর। পিটিআইয়ের তরফে ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করা হয়েছে। আমরা শুধু ইমরান খানের একটা নির্দেশের অপেক্ষায় আছি। দাবিপূরণ না হলে বা আরও স্পষ্ট করে বললে এই নেতারা পদত্যাগ না করলে, দেশজুড়ে আমরা আন্দোলনে নামব। ইমরান খানের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা। আমরা কিছুতেই এটা মেনে নেব না। প্রয়োজনে গোটা পাকিস্তানে আগুন জ্বলবে। বৃহস্পতিবারই এই হুঁশিয়ারি দেন পিটিআই নেতা উমর। 

এদিকে দ্রুত নির্বাচনের দাবিতে বিগত কয়েকদিন ধরেই পাকিস্তান জুড়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে জাফর আলি চকে 'স্বাধীনতা' পদযাত্রা চলছিল। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইমরান খান। কন্টেনারের উপরে দাঁড়িয়ে ইমরান খান যখন বক্তব্য রাখা শুরু করেন, সেই সময়ই আচমকা অজ্ঞাতপরিচয় এক আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন ইমরান সহ পিটিআইয়ের একাধিক নেতারা। সঙ্গে সঙ্গে কন্টেনারের ছাদ থেকে নামানো হয় ইমরান খানকে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সূত্র মারফৎ খবর থেকে জানা গিয়েছে, ইমরানের পা থেকে গুলি বের করে ফেলা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলেও দাবি করা হয়েছে।