মণীষ শিসোদিয়ার বাড়িতে CBI হানা, ঈশ্বরের উপর ভরসা আছে দাবি কেজরিওয়ালের

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও আবগারি দফতরের ১১জন আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

মণীষ শিসোদিয়ার বাড়িতে CBI হানা, ঈশ্বরের উপর ভরসা আছে দাবি কেজরিওয়ালের

ট্রাইব টিভি ডিজিটাল: অস্বস্তিতে আপ সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা। শুক্রবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়ার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্কের শুরু হয়েছে, সেই সংক্রান্ত তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই আধিকারিকেরা হানা দিয়েছেন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও আবগারি দফতরের ১১জন আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। প্রাক্তন আবগারি কমিশনারের বাড়িতেও হানা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। গত বছর নভেম্বর মাসে আম আদমি পার্টির সরকারের তরফে যে নতুন আবগারি নিয়ম চালু করা হয়েছিল, তার বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে সিবিআই। আপ সরকারের নয়া নীতিতে বেসরকারি মদের দোকানগুলিকেও লাইসেন্স দেওয়া হয়েছিল।

মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই হানার পরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ''আপ নেতা সত্যেন্দর জৈনের পদক্ষেপ অনুসরণ করেই এগোচ্ছেন মণীশ শিসোদিয়া এবং শীঘ্রই তিনিও জেলে যাবেন।'' কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও টুইট করে বলেন, ''দিল্লি সরকারের এই আবগারি নীতি সম্পূর্ণ বিধিবহির্ভূত, এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। যদি এই নীতিতে কোনও ত্রুটি না থাকত, তবে তদন্তের নির্দেশ দেওয়ার পরই তা প্রত্যাহার করে নেওয়া হল কেন? অরবিন্দ কেজরীবাল সৎ হওয়ার সার্টিফিকেট সত্যেন্দর জৈনকেও দিয়েছিলেন, তিনি এখনও জেলে রয়েছেন। এবার সিসোদিয়াও যাবেন। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ যতই চেষ্টা করুন না কেন, তিনি দুর্নীতিগ্রস্তই থেকে যাবেন। অরবিন্দ কেজরীবালের উচিত মানুষকে বোকা বানানো বন্ধ করা।''  

এদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে CBI অভিযান চালাতেই মুখ খুললেন আপ নেতা তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ''মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই হানায় ভয় পায় না আপ। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সিবিআই'কে সিবিআই-এর মতো কাজ করতে দিন। কারণ, তাঁরা উপরি মহলের নির্দেশেই এই অভিযান চালাচ্ছে।''