পূর্ণিমার ভরা কোটালে জলোচ্ছ্বাস দীঘায়, উপছে পড়া ভিড় পর্যটকদের

এমনিতে বাঙালি বেড়ানোর ব্যাপারে হুজুগে পাবলিক। আর দিঘায় যাওয়ার ক্ষেত্রে তো কোনও দিনক্ষণের বালাই নেই। সময় সুযোগ পেলেই ভ্রমণপিপাসু মানুষ দিঘার নীল জলরাশিতে

পূর্ণিমার ভরা কোটালে  জলোচ্ছ্বাস দীঘায়,  উপছে  পড়া ভিড় পর্যটকদের

ট্রাইব টিভি ডিজিটাল: রবিবার ছুটির দিনে পূর্ণিমার ভরা কোটাল দিঘায় জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়া ভিড় পর্যটকদের। এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে সৈকতের ধারে জমায়েত করে রয়েছে বহু পর্যটকরা।  

উত্তাল সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে গিয়ে পর্যটকদের সরাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। একদিকে পূর্ণিমার ভরা কোটাল অন্যদিকে নিম্নচাপ এই দুই এর কারণে উত্তাল সমুদ্র। আর এই উত্তাল সমুদ্র দেখতেই উপচে পড়া ভিড় পর্যটকদের। জানা গিয়েছে, নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকে জেলাজুড়ে চলছে বৃষ্টি। পর্যটকদের সমুদ্রে স্নান করতে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও জলোচ্ছ্বাস দেখতেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। দুর্ঘটনা এড়াতে সমুদ্র সৈকতে মোতায়েন করা হয়েছে নুলিয়া পুলিশও। 

এমনিতে বাঙালি বেড়ানোর ব্যাপারে হুজুগে পাবলিক। আর দিঘায় যাওয়ার ক্ষেত্রে তো কোনও দিনক্ষণের বালাই নেই। সময় সুযোগ পেলেই ভ্রমণপিপাসু মানুষ দিঘার নীল জলরাশিতে গা ভেজাতে চলে যান। কিন্তু বর্তমানে মাঝেমধ্যেই বাধ সাধছে আবহাওড়ার খামখেয়ালিপনা। আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘের খেলা চলছে। যদিও তাতে দিঘার সৈকতে পর্যটকদের ভিড়ের কমতি নেই।