পুজোর আনন্দ হতে পারে মাটি! নিম্নচাপের জোড়া ফলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে

পুজোর আর হাতে গোনা মাত্র ২০ দিনের অপেক্ষা। তার পরই ঢাকের পিঠে পড়বে কাঠি। উইকএন্ডে শপিং প্ল্যানিং থাকলে তাতে জল ঢালতে পারে নিম্নচাপ।

পুজোর আনন্দ হতে পারে মাটি! নিম্নচাপের জোড়া ফলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা  দক্ষিণবঙ্গে

ট্রাইব টিভি ডিজিটাল: পুজোর আর হাতে গোনা মাত্র ২০ দিনের অপেক্ষা। তার পরই ঢাকের পিঠে পড়বে কাঠি। উইকএন্ডে শপিং প্ল্যানিং থাকলে তাতে জল ঢালতে পারে নিম্নচাপ। কারণ, ফের সক্রিয় হচ্ছে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

 আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার অবস্থান দক্ষিণ ওড়িশার উপরে এবং অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিসগঢ়ের দিকে। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত ১১ থেকে ১২ তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, রবিবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবন উপকূলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। দিঘাতেও উত্তাল সমুদ্র। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা এলাকায় সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।

উপকীলবর্তী বাঁধগুলির দিকেও নজর রাখা হচ্ছে। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। বখখালি, ফ্রেজারগঞ্জ এলাকাতেও সমুদ্র নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও।