ফেসবুকে পরিচয় থেকে প্রেম, যুবতীর চরম সর্বনাশ করে পলাতক যুবক

চন্দননগরের বারাসাতের বাসিন্দা যুবতীর বাড়িতে ত্রিশটির বেশি কুকুর আছে। পানশালায় গান করেন ওই যুবতী। মাস পাঁচেক আগে ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয় উত্তরাখণ্ডের শীতল দীপ জৈনের।

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, যুবতীর চরম সর্বনাশ করে পলাতক যুবক

ট্রাইব টিভি ডিজিটাল: ফেসবুকে পোষ্য প্রেমী সেজে পরিচয় থেকে প্রেম। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। গয়না টাকা নিয়ে চম্পট দিল যুবক। অভিযুক্ত পলাতক ওই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা। 

জানা গিয়েছে, চন্দননগরের বারাসাতের বাসিন্দা যুবতীর বাড়িতে ত্রিশটির বেশি কুকুর আছে। পানশালায় গান করেন ওই যুবতী। মাস পাঁচেক আগে ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয় উত্তরাখণ্ডের শীতল দীপ জৈনের। শীতল ওই যুবতীকে জানায় তার মামার বাড়ি হুগলির সাহাগঞ্জে। সে নৈনিতালের হোটেলের কুক। লকডাউনে তার কাজ চলে যায় ।বর্তমানে তার কোনও কাজ নেই। সেও পোষ্য প্রেমী। পছন্দের মিল থাকায় দুজনের প্রেম হতে বেশি সময় লাগেনি।

আরও জানা গিয়েছে, যুবতী শীতলকে জানান, চন্দননগরে তার বাড়িতে শুধু মা আছেন। তার পোষ্য গুলোকে দেখাশোনার জন্য একজন লোকের প্রয়োজন। চার মাস আগে যুবতীর বাড়িতে চলে আসে শীতল। তার ব্যবহারে যুবতী ও তার মা বেশ খুশি হয়। এরপরই দুজনের বিয়ে ঠিক হয়। শীতলকে একটি রেস্তোরাঁ করে দেওয়ার পরিকল্পনাও ছিল বলে জানান যুবতী। তারজন্য পঁয়ষট্টি হাজার টাকা রাখা ছিল আলমারিতে।

অভিযোগ, সহবাসের ফলে সন্তানসম্ভবা হয়ে পড়েন ওই যুবতী। কিন্তু অভিযুক্ত যুবক জোর করে তাঁর গর্ভপাত করিয়ে দেয় বলে অভিযোগ। আর এই নিয়ে অশান্তি শুরু হয় দু'জনের মধ্যে। যুবতী জানান, মে মাসের ৮ তারিখ তাঁর বাড়িতে চড়াও হয় শীতলের মা-বাবা ও মামা। তাঁকে মারধোর করে বলে অভিযোগ। 

গত ৮ জুন অভিযুক্ত যুবতীর গয়না এবং টাকা নিয়ে চম্পট দেয়। এই নিয়ে চন্দননগর থানায় অভিযোগ জানাতে গেলে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ নির্যাতিতার। তারপর তিনি চন্দননগর আদালত মারফত এফ আই আর করেন। সেই মামলার কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ যুবতীর।

থানা থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের দরজায় ঘুরছেন তিনি। বৃহস্পতিবার চুঁচুড়া পুলিশ লাইনের ডিসি হেডকোয়ার্টার নিধি রানীর সঙ্গে দেখা করেন নির্যাতিতা। জানা গিয়েছে, ডিসি তাঁকে আশ্বাস দেন ঘটনার তদন্ত হবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।