নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

বৃহস্পতিবারই ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে কর্ণাটক পুলিশ। আর তারপরই গভীর রাতে গ্রেফতার হন শিবমূর্তি মুরুগা শরনারু।

নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু

ট্রাইব টিভি ডিজিটাল: গ্রেফতার হলেন নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কর্ণাটকের মাইসুরুর লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি। এর আগে ঘটনা প্রকাশ্যে আসার পর শিবমূর্তিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। 

জানা গিয়েছে, বৃহস্পতিবারই ওই ধর্মগুরুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে কর্ণাটক পুলিশ। আর তারপরই গভীর রাতে গ্রেফতার হন শিবমূর্তি মুরুগা শরনারু। তিনি ছাড়াও এই মামলায় অভিযুক্ত হিসেবে রয়েছেন আরও চারজন। গত কয়েকদিন ধরেই চিত্রদূর্গের লিঙ্গায়েত মঠের এই প্রভাবশালী ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল কর্নাটক। 

আরও জানা গিয়েছে, শেষপর্যন্ত বৃহস্পতিবার রাত দশটারও পরে এই প্রভাবশালী ধর্মগুরুকে গ্রেফতার করে পুলিশ। শিবমূর্তি মুরুঘা শরণারু ছাড়াও মঠের আরও এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্যাতিতারা।

তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন চিত্রদূর্গের পুলিশ সুপার। গ্রেফতারির পরেই প্রভাবশালী ওই ধর্মগুরুকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গভীররাতে চিত্রদুর্গ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় শিবমূর্তি মুরুঘা শরণারুকে। শুক্রবার তাঁকে হেফাজতে নিতে ফের আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

২৬ অগাস্ট ওই ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে ওই মঠেরই দুই ছাত্রী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মঠের অন্দরে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তারা। সূত্রের খবর, জুন, জুলাই মাস নাগাদ ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা হয়। অভিযোগ, বেঙ্গালুরু পুলিশ সেই সময় মঠকে জানালে তাঁরা দুই ছাত্রীকে ফেরত নিয়ে যায়।