মিরাকেল! শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঐন্দ্রিলার

তৃতীয়বারের মতো মিরাকেল ঘটতে দেখলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। শুক্রবার রাত থেকে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

মিরাকেল! শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঐন্দ্রিলার

ট্রাইব টিভি ডিজিটাল: 'রাখে হরি মারে কে!' এ যেন ঠিক মির‍াকেল। হ্যাঁ মিরাকেলই বলা চলে বটে। তৃতীয়বারের মতো মিরাকেল ঘটতে দেখলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। শুক্রবার রাত থেকে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে! শুক্রবার রাতেই অভিনেতা সব্যসাচী চৌধুরী ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, "এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। আগে ক্লিনিক্যালি সুস্থ হোক, নিউরোর কথা পরে ভাববো..." । 

এর আগে ১৫ নভেম্বর রাতে সব্যসাচী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা দেখে বিচলিত হয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন। জানিয়েছিলেন ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে। একমাত্র মিরাকেলই পারে তাঁকে ফিরিয়ে আনতে। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ঠিক যা যা ঘটে, তা কম বেশি সকলের জানা। প্রথমটায় প্রার্থনা, দ্বিতীয় ধাপে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়া ও তৃতীয়ধাপে তাঁর সুস্থ হয়ে ওটার খবর সামনে আসা। তবে হাসপাতালে সেই চারদিন সব্যসাচী কোন পরিস্থিতির মুখোমুখি চিলেন, তা কম-বেশি অজানা সকলের।

 এবার তিনি আবারও মুখ খুললেন। শুক্রবার রাতে করলেন এক দীর্ঘ পোস্ট। যা দেখা মাত্র এক কথায় চুপ নেটপাড়া। সেই দীর্ঘ পোস্টে রইল কৃতজ্ঞতা, রইল অভিমান, রইল এক প্রেমিকের যন্ত্রণা, রইল এক পরিবারের লড়াইয়ের কাহিনি, তবে তালিকা থেকে বাদ পড়ল না একপেশে নেটিজ়েনদের নিয়ে কড়া সমালোচনাও। এই পোস্টে রীতিমতো আশা জেগেছে ভক্তদের মনে। অভিনেত্রীর আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা বাংলা। তবে নতুন করে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার অবনতি হয়নি। সেদিক থেকে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। যদিও এখনও তাঁর শারীরিক অবস্থা সংকটজনক, জানাচ্ছেন চিকিৎসকরা।