বগটুই হত্যাকাণ্ড: CBI জালে মূল অভিযুক্ত লালন শেখ

চলতি বছর গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বোমা মেরে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে খুন করার অভিযোগ উঠেছিল।

বগটুই হত্যাকাণ্ড: CBI জালে মূল অভিযুক্ত লালন শেখ

ট্রাইব টিভি ডিজিটাল: কেটে গিয়েছে ৯ মাস। এখনও দগদগে বীরভূমের বগটুই গণ হত্যাকাণ্ডের স্মৃতি। এবার সেই ঘটনায় CBI-এর জালে মূল অভিযুক্ত লালন শেখ। সূত্রের খবর, ধৃত লালন শেখ নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত লালনকে গ্রেফতার করে সিবিআই। রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। 

জানা গিয়েছে, বগটুই হত্যাকাণ্ড মার্চ মাসের ঘটনা, জুন মাসে চার্জশিট… তারপরও দীর্ঘদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না লালনের। অবশেষে দীর্ঘ কয়েকমাস পর বগটুই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করলেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, চলতি বছর গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বোমা মেরে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে খুন করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার বদলা নিতেই ওই রাতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ঘটনার পরের দিন গ্রাম থেকে সাতজনের দেহ উদ্ধার হয়েছিল। পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার জেরে ২১ জুন সিবিআইয়ের তরফে চার্জশিট জমা করা হয়েছিল। এদিকে ওই ঘটনার পর থেকেই এলাকা থেকে ফেরার ছিল অন্যতম অভিযুক্ত লালন শেখ। শেষ পর্যন্ত শনিবার রাতে এক অভিযানে তাকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা।