Noida Twin Towers: ৯ সেকেন্ডে মাটির সঙ্গে মিশবে টুইন টাওয়ার, কত বাসিন্দা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন...

কুতুব মিনার বা স্ট্যাচু অব লিবার্টির থেকেও বেশি উচ্চতার এই টুইন টাওয়ার ভেঙে ফেলা ঘিরে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। 

Noida Twin Towers:  ৯ সেকেন্ডে মাটির সঙ্গে মিশবে টুইন টাওয়ার, কত বাসিন্দা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন...

ট্রাইব টিভি ডিজিটাল: ঘড়ির কাটা বলছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই চোখের সামনে মাত্র ৯ সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যাবে নয়ডার টুইন টাওয়ার। 'অপারেশন ডিনামাইট'  যমজ এই বহুতল ভাঙতে শুরু হয়ে গিয়েছে বিশাল কর্মযজ্ঞ। টানটান উত্তেজনা চারদিকে। ডিনেটোর দিয়ে ধূলিস্যাৎ করে দেওয়া হবে এই দুই টাওয়ার। যার জন্য এদিন সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। এককথায় বলা চলে ইতিহাস হতে চলেছে নয়ডার এই টুইন টাওয়ার! 

দীর্ঘ আইনি লড়াইয়ে যুক্তিতর্ক কিছুই ধোপে টেকেনি। সুপ্রিম নির্দেশে অবশেষে ২৮ অগাস্ট রবিবার দুপুর আড়াইটে নাগাদ ৯ সেকেন্ডেই সকলের চোখের সামনে গুঁড়িয়ে যাবে নয়ডার টুইন টাওয়ার। কুতুব মিনার বা স্ট্যাচু অব লিবার্টির থেকেও বেশি উচ্চতার এই টুইন টাওয়ার ভেঙে ফেলা ঘিরে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। 

জোড়া এই টাওয়ার ভাঙতে খরচ হবে ২০ কোটি টাকা। এর মধ্যে ৫ কোটি টাকা দেবে নির্মাণকারী সংস্থা, বাকি ১৫ কোটি টাকা ধ্বংসাবশেষ বিক্রি করে তোলা হবে বলে জানা গিয়েছে। ১০০ মিটার উচ্চতার এই বিল্ডিং ভেঙে ফেলার পরই কাজ শেষ হবে না। এরপর ১ হাজারেরও বেশি ট্রাক তিন মাস ধরে ধ্বংসাবশেষ সরানো হবে।  

নয়ডার সেক্টর ৯৩-এ'র টুইন টাওয়ার ভেঙে ফেলা হবে রবিবার দুপুর আড়াইটেয়। বেআইনি নির্মাণের কারণেই ৪০ তলা উচ্চতার বিল্ডিংটি ভেঙে ফেলা হবে। দেশে এর আগে এত বড় বিল্ডিং ভাঙার কর্যযোগ্য দেখা যায়নি কখনও। বছর দুয়েকে আগে কেরলে একইভাবে একটি বহুতল ভেঙে ফেলা হয়েছিল। সেই সংস্থাই নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলার কাজ করছে। গোটা কর্মযজ্ঞে তদারকি করতে দিল্লি পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। উপস্থিত রয়েছে বম্ব স্কোয়াডও। বিপদ এড়াতে আশপাশের হাসপাতালে ৪০টি বেড অগ্রিম বুকিং করে রাখা হয়েছে। ব্যবহার করা হবে ওয়াটার ইমপ্লোসন পদ্ধতি। সাময়িক বন্ধ রাখা হয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে।  

৩৭০০ কেজি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলা হবে টুইন টাওয়ারটি। বিস্ফোরণের ব্যাপকতা এতটাই বেশি হবে যে, আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। প্রায় ৭ হাজার বাসিন্দাদের ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে। আড়াই হাজারেরও বেশি গাড়ি ওই এলাকার বাইরে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই এলাকার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিকেল ৪টেয় আবার এই সংযোগ চালু করা হবে। সাড়ে ৫টা থেকে বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফিরতে দেওয়া হবে।