গ্যাংস্টারদের নাগাল পেতে একযোগে দেশের ৬০ জায়গায় NIA তল্লাশি অভিযান

বিষ্ণোই গ্যাংয়ের মতো অপরাধী দলগুলির বিরুদ্ধে বড় অভিযান। দিল্লি, এনসিআর ছাড়াও পঞ্জাব, হরিয়ানার একাধিক এলাকায় তল্লাশিতে গোয়েন্দারা।

গ্যাংস্টারদের নাগাল পেতে একযোগে দেশের ৬০ জায়গায় NIA তল্লাশি অভিযান

ট্রাইব টিভি ডিজিটাল: গ্যাংস্টারদের ধরতে বড় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ'র। উত্তর ভারতের প্রায় ৫০ জায়গায় একযোগে অভিযান। ড্রাগ, অস্ত্র পাচার থেকে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই অভিযান। 

বিষ্ণোই গ্যাংয়ের মতো অপরাধী দলগুলির বিরুদ্ধে বড় অভিযান। দিল্লি, এনসিআর ছাড়াও পঞ্জাব, হরিয়ানার একাধিক এলাকায় তল্লাশিতে গোয়েন্দারা। জনপ্রিয় পঞ্জাবি গায়ক শিল্পী সিধু মুসেওয়ালার খুনের তদন্তে নেমেই গ্যাংস্টারদের আন্তর্জাতিক যোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। উত্তর ভারতের এই অপরাধী দলগুলিকে ব্যবহার করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। গ্যাংগুলির সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। বিদেশ থেকে পঞ্জাবে খালিস্তানপন্থীরা এই গ্যাংগুলিকে দিয়ে কাজ করাচ্ছে বলেও অভিযোগ।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি সহ একাধিক রাজ্যের গ্যাংস্টারদের ধরতেই এই বিশাল অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু ভারতই নয়, দেশের বাইরে থেকে যে সমস্ত গ্যাংস্টাররা নিজেদের কার্যকলাপ চালায়, তারাও সন্ত্রাস মামলায় তদন্তকারী সংস্থার র‌্যাডারে রয়েছে। সম্প্রতি তদন্তে জানা গিয়েছে যে, একাধিক গ্যাংস্টারের সঙ্গেই সন্ত্রাসবাদীদের যোগসাজশ রয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতিই পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে গ্যাংস্টারদের হাতে খুন হওয়ার পরই এনআইএ গ্যাংস্টারদের ধরতে তৎপর হয়। ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই ও নীরজ ভাবানার গ্যাংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ। এরপরই আজ উত্তর ভারত জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে বিভিন্ন গ্যাংয়ের সদস্যদের ধরতে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এদিন যাদের গ্রেফতার করা হবে, তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে মামলা দায়ের করা হবে।