ইতিহাস গড়ল নয়ডা, কয়েক সেকেন্ডেই মাটিতে মিশল গগনচুম্বী জোড়া বহুতল

ডিটোনেটর দিয়ে এদিন দুপুর আড়াইটের সময় ভেঙে ফেলা হয় অবৈধ এই নির্মাণ। নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 

ইতিহাস গড়ল নয়ডা,  কয়েক সেকেন্ডেই মাটিতে মিশল গগনচুম্বী জোড়া বহুতল


ট্রাইব টিভি ডিজিটাল: ইতিহাস গড়ল নয়ডা। মুহুর্তের মধ্যে বোতাম টিপে গুঁড়িয়ে দেওয়া হল অ্যাপেক্স ও সিয়ান। ডিটোনেটর দিয়ে এদিন দুপুর আড়াইটের সময় ভেঙে ফেলা হয় অবৈধ এই নির্মাণ। নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 

রবিবার ঠিক দুপুর 2.30 মিনিটে চেতন দত্তের হাতে থাকা রিমোর্টের বোতাম টিপতেই নিমেষে মাত্র ৯ সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যায় ২ বহুতল। নয়ডার গগনচুম্বী জোড়া অট্টলিকা ধূলিসাৎ হতেই ধুলোর ঝড়ে ঢেকে যায় গোটা এলাকা। কার্যত শুনশান নয়ডা। পরিস্থিতি মোকাবিলায় হোর্সপাইপের জল দিয়ে ধুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

https://twitter.com/ANI/status/1563814230070947840?s=20&t=zI9ELQbtsws9o-6c0qHYGw

এই কাজের জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। ওই সময় বিস্ফোরণের রিমোট ছিল চেতন দত্তর হাতে। তিনি বোতাম টিপতেই শুরু হয় বিস্ফোরণ। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে জোড়া বহুতল। গত বছর এই জোড়া বহুতল ভাঙার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো এদিন ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ।  যদিও এই টুইন টাওয়ার ভেঙে ফেলার ফলে আশেপাশের বাসিন্দারা বা তাঁদের বাড়িঘরের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনই জানা সম্ভব নয়। 

জানা গিয়েছে, জোড়া এই টাওয়ার ভাঙতে খরচ হবে ২০ কোটি টাকা। এর মধ্যে ৫ কোটি টাকা দেবে নির্মাণকারী সংস্থা, বাকি ১৫ কোটি টাকা ধ্বংসাবশেষ বিক্রি করে তোলা হবে বলে জানা গিয়েছে। ১০০ মিটার উচ্চতার এই বিল্ডিং ভেঙে ফেলার পরই কাজ শেষ হবে না। এরপর ১ হাজারেরও বেশি ট্রাক তিন মাস ধরে ধ্বংসাবশেষ সরানো হবে।