বিশ্ব রেকর্ড গড়ল রাজস্থান, ২৫ মিনিটে জাতীয় সঙ্গীত এক কোটি পড়ুয়ার

এদিন মূল অনুষ্ঠানটি শুরু হয় রাজস্থানের জয়পুরের Sawai Man Singh Stadium থেকে। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী Ashok Gehlot এবং অন্যান্য কলাকুশলীরা।

বিশ্ব রেকর্ড গড়ল রাজস্থান, ২৫ মিনিটে জাতীয় সঙ্গীত এক কোটি পড়ুয়ার

ট্রাইব টিভি ডিজিটাল: 'আজাদি কা অমৃতমহোৎসব।' স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' সহ দেশজুড়ে পালিত হচ্ছে একাধিক কর্মসূচি। এরই মধ্যে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বের মধ্যে রেকর্ড গড়ল রাজস্থানের প্রায় ১ কোটি স্কুল পড়ুয়া। 

শুক্রবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এদিন রাজস্থানের সব জেলার বিভিন্ন স্কুল মিলিয়ে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হওয়া রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে এই সঙ্গীত পরিবেশন শেষ হয় ১০টা ৪০ মিনিট নাগাদ। যা বিশ্বে রেকর্ড গড়ল বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। 

https://twitter.com/ashokgehlot51/status/1557958488709824514?s=20&t=n9UgSqBedG4fPRL7ETPY6g

এদিন মূল অনুষ্ঠানটি শুরু হয় রাজস্থানের জয়পুরের Sawai Man Singh Stadium থেকে। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী Ashok Gehlot এবং অন্যান্য কলাকুশলীরা। শুধু তাই নয়, শুক্রবার টানা ২৫ মিনিট ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়ারা যে সব জাতীয়তাবোধক গান গাইছিল সেগুলি হল-Sare Jahaan Se Acha’, 'Hum Honge Kamyab'  এবং ভারতের জাতীয় সঙ্গীত। আর যা World Book of Records গড়েছে। 

আরও জানা গিয়েছে, লন্ডনের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এক কোটি শিক্ষার্থীর দ্বারা গাওয়া গান শুনেছে এবং রাজ্য সরকারের কাছে একটি শংসাপত্র পেশ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিন এক টুইট বার্তায় উচ্ছ্বসিত গেহলট লিখেছেন, 'নতুন প্রজন্মকে ভ্রাতৃত্ব ও ত্যাগের মূল্যবোধ জাগ্রত করা উচিত। কারণ তারাই দেশের ভবিষ্যৎ।'