চারদিনের সফরে তৃতীয়বার সাক্ষাৎ, নীতি আয়োগের বৈঠকে মুখোমুখী মোদি-মমতা

নীতি আয়োগের সপ্তম বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলি হল, জাতীয় শিক্ষানীতির রূপায়ণ, বিকল্প চাষ, ভোজ্য‌ তেল ও ডাল উৎপাদনে আত্মনির্ভরতা।

চারদিনের সফরে তৃতীয়বার সাক্ষাৎ, নীতি আয়োগের বৈঠকে মুখোমুখী মোদি-মমতা

ট্রাইব টিভি ডিজিটাল: আজ, রবিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ১৭তম বৈঠক। এখানে আবারও মুখোমুখি হবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ৪ দিনের সফরে তৃতীয়বার মুখোমুখী হতে চলেছেন মোদি-মমতা।  

রবিবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ওই বৈঠক হবে। নীতি আয়োগের সপ্তম বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলি হল, জাতীয় শিক্ষানীতির রূপায়ণ, বিকল্প চাষ, ভোজ্য‌ তেল ও ডাল উৎপাদনে আত্মনির্ভরতা এবং আরবান গভর্নেন্স। এই বৈঠকে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগে মমতা সরব হন কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল চরমে। এদিকে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন বিকেল ৪টে পর্যন্ত চলবে এই বৈঠক। যদিও মোদির নেতৃত্বে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বাড়াতে এই বৈঠকের আয়োজন করা হলেও, বৈঠকে উপস্থিত নেই তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Vice-Presidential election 2022: বেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরী কে, পাল্লা ভারী ধনখড়ের

 এদিকে শনিবার 'আজাদি কা অমৃত মহোৎসব' পালনের জাতীয় কমিটির বৈঠকে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে সূত্রের খবর। তাঁর কাছ থেকে কোনও প্রস্তাব বা পরামর্শ নেওয়া হয়নি। উল্টে ১৫-২০ দিন আগে অস্থায়ীভাবে বাংলার রাজ্যপাল পদে বসা লা গণেশনকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রবল ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘনিষ্ঠ মহলে সেকথা জানিয়েছেন। 

আরও পড়ুন: বিহারে বিষমদে মৃত বেড়ে ১২, আটক ৯৪

এদিকে সূত্রের খবর, রবিবার দুপুর ৩টের বিমানে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।