Janmashtami 2022: দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতির

শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর সারা দেশে জন্মাষ্টমী পালিত হয়। কৃষ্ণ মতে বিশ্বাসীরা উপবাস রেখে মন্দিরে প্রার্থনা করে, নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করে থাকেন।

Janmashtami 2022: দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতির

ট্রাইব টিভি ডিজিটাল: আজ শুভ জন্মাষ্টমী। বৃন্দাবন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত গোপ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইটারে মোদি লেখেন, ''শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভক্তি ও আনন্দের এই উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য। শ্রী কৃষ্ণ দীর্ঘজীবী হোক!''

দ্রৌপদী মুর্মু লেখেন, ''শুভ জন্মাষ্টমীর উপলক্ষে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা মানুষের কল্যাণে নিঃস্বার্থ কর্ম করে শিক্ষা প্রদানের গুণাবলী শিখতে পারি। আমি কামনা করি যে, এই পবিত্র উত্সব আমাদের সকলকে চিন্তা, কথা এবং কাজের সঙ্গে সবার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুপ্রেরণা দিক।''

President Droupadi Murmu paid floral tributes to Dr Shanker Dayal Sharma, former President of India, on his birth anniversary at Rashtrapati Bhavan pic.twitter.com/duoSL5siqm

— President of India (@rashtrapatibhvn) August 19, 2022 ">

এদিকে বৃহস্পতিবার জন্মাষ্টমীর প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছিলেন, " শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে, আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সকল সহবাসীকে আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাই।" 

উল্লেখ্য, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর সারা দেশে জন্মাষ্টমী পালিত হয়। কৃষ্ণ মতে বিশ্বাসীরা উপবাস রেখে মন্দিরে প্রার্থনা করে, নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করে থাকেন। এক কথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উৎসবের আমেজে মেতে ওঠেন তার ভক্তেরা।