জন্মদিনের পরদিনই মৃত্যুর কোলে ঢলে পড়লেন 'কবুল হ্যায়' খ্যাত অভিনেত্রী

করোনা পর্বে অর্থনৈতিক সমস্যায়ও পড়ে তাঁর পরিবার। সেসময় অনুরাগীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়।

জন্মদিনের পরদিনই মৃত্যুর কোলে ঢলে পড়লেন 'কবুল হ্যায়' খ্যাত অভিনেত্রী

ট্রাইব টিভি ডিজিটাল: না ফেরার দেশে জনপ্রিয় টেলি অভিনেত্রী নিশি সিং ভাদিল। কবুল হ্যায় থেকে ইশকবাজ-এর  মতো জনপ্রিয় সিরিয়ালে মূল অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন নিশি। মূলত নেগেটিভ-কমিক চরিত্রেই তাঁর উত্থান। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া মুম্বইয়ের টেলি দুনিয়ায়।

একের পর এক জনপ্রিয় সিরিয়ালে তাক লাগিয়েছেন নিজের অভিনয় গুণে। বলতে গেলে কবুল হ্যায় থেকে ইশকবাজ-এর  মতো জনপ্রিয় সিরিয়ালের গল্পে ফোড়ন দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছে তাঁরই চরিত্র। নিজের ৫০তম জন্মদিনের কেক আর কাটা হল না। জন্মদিনের একদিন আগেই মর্মান্তিক মৃত্যু হল অভিনেত্রী নিশি সিংয়ের। অভিনেত্রীর স্বামী সঞ্জয় সিং ভাদিল  তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। এই খবরে শোকের ছায়া টেলিসিরিয়ালের দুনিয়ায়।

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী নিশি। গত চার বছর ধরেই শয্যাশায়ী ছিলেন। গত দু বছরে অন্তত দুবার প্যারালিসিস অ্যাটাক হয়েছে অভিনেত্রীর। ১৩ ফেব্রুয়ারি ২০১৯ সালে প্যারালিসিসের প্রথম স্ট্রোক হয় তাঁর। ২০২২-এর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় স্ট্রোক আসে। ওই বছরেই আবার ২৪ মে আসে তৃতীয় প্যারালিসিসের অ্যাটাক। তবে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিশি। 

করোনা পর্বে অর্থনৈতিক সমস্যায়ও পড়ে তাঁর পরিবার। সেসময় অনুরাগীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়। সম্প্রতি ২ সেপ্টেম্বর হাসপাতাল ছাড়া হয় তাঁকে।মাস পেরোতে না পেরোতেই ঘটল অঘটন। এতদিন বাদে নিশি বাড়ি ফেরায় পরিবারের সকলে ধুমধাম করে তাঁর জন্মদিনের আয়োজনও করেন। ৫০তম জন্মদিন সেলিব্রেশনের পরই গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তাঁর স্বামী। পরে রবিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশি। মায়ের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন তাঁর অষ্টাদশী কন্যা। নিশির অসুস্থতার কারণে মেয়েটি এবছর নিজের বোর্ডের পরীক্ষাও দিতে পারেনি বলে জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। 

নিশাকে সুস্থ করতে টিভি ইন্ডাস্ট্রির অনেকেই এগিয়ে এসেছিলেন। অনুদান এসেছিল CINTAA-থেকেও। কিন্তু, চিকিৎসার বিপুল খরচের কাছে তা ছিল খুবই সংক্ষিপ্ত। সামাল দিতে নিশির স্বামী সঞ্জয়কে নিজের বাড়ি-গাড়ি বিক্রি করতে হয়।

সম্প্রতি টেলিদুনিয়ার একের পর এক নক্ষত্র পতনের খবর। ৩ অগাস্ট বর্ষীয়ান তারকা মিথিলেশ চতর্বেদী (Mithilesh Chaturvedi) জীবনাবসান হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই নিজের বাড়ি লখনউতে প্রয়াত হন তিনি। মিথিলেশ চতর্বেদীর প্রয়াণে শোকবিহ্বল অভিনেতার অনুগামীরা। মিথিলেশের জামাই Ashish Chaturvedi সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি।