এসটি তালিকাভুক্ত করার দাবি, রেল অবরোধের হুঁশিয়ারি আদিবাসী কুড়মি সমাজের

প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজের মানুষরা।

এসটি তালিকাভুক্ত করার দাবি, রেল অবরোধের হুঁশিয়ারি আদিবাসী কুড়মি সমাজের

ট্রাইব টিভি ডিজিটাল: আদিবাসী কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ছোটনাগপুর  কুড়মি, কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের টাটা খড়গপুর রেল লাইনের খেমাশুলিতে রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সেই সঙ্গে খেমাশুলিতে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। তাই রেল ও পথ অবরোধকে সফল করে তোলার জন্য আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে রবিবার বাইক রেলির মাধ্যমে প্রচার করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের বহু মানুষ শহীদ হয়েছেন। তা সত্ত্বেও ব্রিটিশ আমলে আদিবাসী কুড়মি সমাজ এসটি হিসাবে তালিকাভুক্ত ছিল।

আরও জানা গিয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে আদিবাসী কুড়মি সমাজকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজের মানুষরা। কিন্তু এখনও কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি কোনও সরকার। তাই আগামী কাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার খেমাশুলিতে রেল  ও পথ অবরোধ সফল করে তোলার জন্য ছোটনাগপুর কুড়মি  কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়।