নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় স্কুল শিক্ষক

তার বিরুদ্ধে অভিযোগ, গত বৃহস্পতিবার স্কুলের ক্লাস চলাকালীন পড়ানোর সময় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন তিনি।

নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, কাঠগড়ায় স্কুল শিক্ষক

 ট্রাইব টিভি ডিজিটাল: চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। ঘটনাটি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার গোয়ারীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের।

জানা গিয়েছে, বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। শনিবার লিখিত অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে পঙ্কজ বিশ্বাস নামের ওই স্কুল শিক্ষককে। তার বিরুদ্ধে অভিযোগ, গত বৃহস্পতিবার স্কুলের ক্লাস চলাকালীন পড়ানোর সময় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন তিনি।

জানা গিয়েছে, এরপর ওই ছাত্রী বাড়িতে গিয়ে সব বিষয় খুলে বলে। শুক্রবার রাতে ওই ছাত্রীর বাড়ির লোকজন কৃষ্ণগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পঙ্কজ বিশ্বাস নামে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। সোমবার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়। যদিও এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে।

অন্যদিকে, নদীয়ার দক্ষিণ জেলা বিজেপি মোর্চার সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। অঙ্কুর সরকার নামের ওই বিজেপি মোর্চা সভাপতিকে লক্ষ্য করে দুই দুষ্কৃতী গুলি ছোঁড়ে বলে অভিযোগ। 
এই বিষয়ে অঙ্কুর সরকার জানান,  তিনি চাকদহে একটি দলীয় সভা করে ফিরছিলেন ফুলিয়ার বাড়িতে। হবিপুরের আগে দোয়ার পাড়ে হঠাৎ দুই যুবক মোটরসাইকেল করে এসে তার গাড়ি থামানোর চেষ্টা করে। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বিপদ বুঝে গাড়ি চালাতে শুরু করার পরেই গাড়ির পিছনে ডান দিকে একটি অংশে বিভক্ত আওয়াজ হয়। এরপর তিনি হবিবপুরে গাড়ি থামিয়ে লক্ষ্য করেন, বুলেটের মতোন কিছু একটি গর্ত হয়েছে গাড়িতে। এরপরই দ্রুত তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন। এরপর রানাঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান বিজেপি মোর্চার সভাপতি। এদিকে গোটা বিষয়টি ঘটনা খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।