গঙ্গায় ভাঙন আতঙ্ক, অসহায় মানুষদের পাশে TMC বিধায়ক

শান্তিপুর শহরের  চরসাগর, বেলঘড়িয়া দু'নম্বর অঞ্চলের গবার চড়া এলাকায় ভাগীরথী তীরবর্তী ৪০০ মিটার গঙ্গা বাঁধাইয়ের প্রাথমিক কাজ শুরু হয়েছে ।

গঙ্গায় ভাঙন আতঙ্ক, অসহায় মানুষদের পাশে TMC বিধায়ক

ট্রাইব টিভি ডিজিটাল: নদীর ধারে বাস ভাবনা বারো মাস। প্রতিদিন যেভাবে একটু একটু করে বাড়িঘর, চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে তাতে বাংলার এই প্রবাদবাক্যটি যেন সত্যি হয়ে দাঁড়িয়েছিল শান্তিপুর  শহরের চরসাগর , বেলঘড়িয়া দু'নম্বর অঞ্চলের বাসিন্দাদের। যদিও প্রাথমিকভাবে হলেও গঙ্গা ভাঙ্গন রোধে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছেন স্থানীয় বিধায়ক। যারফলে কিছুটা হলেও আশার আলো দেখছেন গঙ্গা তীরবর্তী মানুষগুলো। 

শান্তিপুর শহরের  চরসাগর, বেলঘড়িয়া দু'নম্বর অঞ্চলের গবার চড়া এলাকায় ভাগীরথী তীরবর্তী ৪০০ মিটার গঙ্গা বাঁধাইয়ের প্রাথমিক কাজ শুরু হয়েছে বুধবার থেকে। জানা গিয়েছে, পাঁচটি সি এন জি নৌকায় ৫০০০টি বালির বস্তা ফেলে জলের নিচে কাজ শুরু করা হয়েছে। অতীতেও বেশ কয়েকবার বিভাগীয় দফতরের আধিকারিকদের নিয়ে গঙ্গা পরিদর্শন করতে দেখা গিয়েছিল বিধায়ককে। তবে তিনি নির্বাচনী প্রতিশ্রুতির কথা রাখতে, এবং পরবর্তীতে প্রশাসনিক মিটিংয়েও মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এই গঙ্গা বাধাই প্রসঙ্গে আবেদন জানিয়েছিলেন। গঙ্গাবক্ষে যে নদী খননের কাজ শুরু হচ্ছে তাও অতীতে রাজ্যের মন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।

তবে আপাতত নদীর ভাঙন রুখতে প্রাথমিকভাবে কাজ চলছে। অতি শীঘ্রই একটি বড় প্রকল্পের কাজ শুরু হবে। ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজন, কিছুটা আশ্বস্ত হলেও প্রতীক্ষায় রয়েছেন বড় প্রকল্পে। তবে জনপ্রতিনিধি হিসেবে সাংসদ বিধায়ক অতীতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রেখেছেন তিনি।