'বিতর্কিত লেখক' সলমন রুশদির উপর হামলা, নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট

টুইটারে বাইডেন সলমন রুশদির উপর হওয়া হামলার তীব্র নিন্দার পাশাপাশি লেখকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

'বিতর্কিত লেখক' সলমন রুশদির উপর হামলা, নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট

ট্রাইব টিভি ডিজিটাল: ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক Salman Rushdiei-এর উপর আত্মঘাতী হামলার ঘটনার কড়া নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

শনিবার টুইটারে বাইডেন সলমন রুশদির উপর হওয়া হামলার তীব্র নিন্দার পাশাপাশি লেখকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। টুইটারে তিনি লেখেন, ''সলমন রুশদি মানবতার অন্তর্দৃষ্টি দিয়ে গল্প লেখেন। তিনি যা লেখেন তা মন ছুঁয়ে যায়। তাই একটা ছুরির আঘাতে তাঁর লেখা বা কন্ঠস্বর কোনও ভাবেই থামানো যাবে না। তাঁর মধ্যে সত্য, সাহস এবং সহনশীলতা উভয়ই আছে''। তিনি আরও বলেন যে, ''তিনি রুশদি এবং যারা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।''
 
শুধু জো বাইডেনই নয়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আরেকটি বিবৃতিতে রুশদির ওপর হামলাকে নিন্দনীয় বলে বর্ণনা করেছেন। এবং গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিডেন-হ্যারিস প্রশাসনে আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।'' 

এদিকে রুশদির বুক এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেছেন, ''হামলার পর লেখকের চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশদির হাতের স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ছুরিকাঘাতের পর তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ১২ অগাস্ট নিউ ইয়র্কে ভাষণ দেওয়ার সময় বিতর্কিত লেখকের গলায় ছুরির কোপ দেয় আততায়ী।  সলমন রুশদির গলায় আঘাত করে হামলাকারী। আহত লেখককে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটের দশকে 'The Satanic Verses'-এর লেখকের নামে মৃত্যু পরোয়ানা জারি করে ইরান। 'ধর্মদ্রোহ'-এর অভিযোগে লেখকের নামে পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। 

সলমন রুশদির মাথার দাম তিন লাখ টাকা ডলার ঘোষণা করে ইরান। দুনিয়া জুড়ে চরমে ওঠে বিতর্ক। 'The Satanic Verses'-এর অনুবাদককেও খুন করে ফেলা হয়। ইরানের বর্তমান সরকার আয়াতোল্লা রুহোল্লা খোমেইনির 'ফতোয়া' থেকে নিজেদের দূরে রাখলেও, সলমন রুশদির মাথার দামের ঘোষণা এখনও বাতিল করেনি তেহরান।