দুধের শিশুকে খুনের চেষ্টা মদ্যপ বাবার, গ্রেফতার অভিযুক্ত

ঘটনার খবর চাউর হতেই হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনা স্থলে পৌঁছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে।

দুধের শিশুকে খুনের চেষ্টা মদ্যপ বাবার, গ্রেফতার অভিযুক্ত

ট্রাইব টিভি ডিজিটাল: মদ্যপ অবস্থায় নিজের খুদে সন্তানকে খুনের চেষ্টার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত মেহেন্দি পাড়ার কিসমত কসবা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় নিজের তিন বছরের পুত্র সন্তানকে হাঁসুয়া দিয়ে কোপানোর চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ মার্ডি(২৮)। আরও জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় প্রদীপ মার্ডি নিজের বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। সেই বচসা চরমে পৌঁছলে হাঁসুয়া নিয়ে প্রদীপ মার্ডি নিজের স্ত্রীকে কোপানোর জন্য তাড়া করে কিন্তু স্ত্রী প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেইসময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা নিজের তিন বছরের পুত্র সন্তানকে সেই হাঁসুয়া দিয়ে কোপায় অভিযুক্ত বাবা। 

এদিকে এই ঘটনার খবর চাউর হতেই হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনা স্থলে পৌঁছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে যায়। হাঁসুয়ার কোপের আঘাতে গুরুতর আহত বাচ্চাটিকে পুলিশের তরফে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে আটকাল চাইন্ড লাইন ও ব্লক প্রশাসন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ধবাইল এলাকায়। জানা গিয়েছে, দশম শ্রেনীর ওই ছাত্রীর এদিনই বিয়ে হওয়ার কথা ছিল। 

জানা গিয়েছে, তার আগেই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িয়ে হাজির হয় চাইল্ড লাইনের আধিকারিকরা। বন্ধ করে দেওয়া হয় বিয়ে। নাবালিকা মেয়ের বিয়ে দিলে জীবনে কী প্রভাব পড়ে তা পরিবারের লোকদের বোঝানো হয়। পাশাপাশি মেয়েদের জন্য রাজ্য সরকারের বর্তমান রুপশ্রী,কন্যাশ্রী প্রকল্পগুলির সম্পর্কেও বিস্তারিত জানানো হয় নাবালিকার পরিবারের লোকেদের। এরপরই তাঁরা মুচলেকা দেন যে, মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দেবেন না। এমনটাই জানান চাইল্ড লাইনের প্রতিনিধি বিপুল দাস।