মস্তিষ্কে একাধিক ব্লাড ক্লট, ঐন্দ্রিলার জন্য প্রার্থনা টলিপাড়ার

আচমকা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে চিকিৎসাধীন টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

মস্তিষ্কে একাধিক ব্লাড ক্লট, ঐন্দ্রিলার জন্য প্রার্থনা টলিপাড়ার

ট্রাইব টিভি ডিজিটাল: ফাইট ঐন্দ্রিলা, ফাইট। লড়াইটা জারি অনেকদিন ধরেই। দু-দু'বার ক্যান্সারকে হারিয়ে স্বমহিমায় ফিরে এসেছিলেন কাজের জগতে। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বিধাতা যে আবার ঐন্দ্রিলাকে পরীক্ষায় ফেলবে তা হয়ত জানত না কেউই। দীপাবলি মিটতেই ঘটল ছন্দপতন! 

আচমকা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে চিকিৎসাধীন টেলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় গত ১৩ দিন ধরে ভেন্টিলেশনে রয়েছেন তিনই। সবসময় পাশে রয়েছেন তাঁর প্রেমিক সব্যসাচী। কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, তা জানার জন্য প্রতিটা মুহূর্তে মুখিয়ে রয়েছেন সকলেই। যদিও সব্যসাচী চৌধুরী কখনই চাননি যে এই প্রসঙ্গে কেউ কথা বলুক। ভুয়ো খবর চোখে পড়ায় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। কড়া ভাষায় সমালোচনা করেছিলেন এই ধরনের খবরকে ক্লিকবেট করার জন্য ভুলভাবে উপস্থাপনা করার। ফলে নিজেই খুব একটা মুখ খোলেননি সব্যসাচী। 

সোমবার রাত ৮'টা নাগাদ  সেই অভিনেতাই নিয়েছেন সোশ্যাল মিডিয়ার আশ্রয়। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেছেন- ''কোনওদিন এটা লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছুর জন্য ঘটুক, প্রার্থনা করুন। লড়ছে ঐন্দ্রিলা, মানুষের চেষ্টার উর্দ্ধে উঠে।'' 

বামাক্ষ্যাপা খ্যাত প্রিয় অভিনেতার এই পোস্ট মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর ভক্ত-অনুরাগী এমনকি বিনোদন জগতের কলাকুশলী সকলেই  ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা কামনা করেছেন। আরেক জনপ্রিয় অভিনেতা জিতু কামাল সব্যসাচীর পোস্টটি দেখা মাত্রই লিখেছিলেন,- ''ঈশ্বরকেও কখনও কখনও মনে করিয়ে দেওয়া প্রয়োজন…যে এই ছেলেটির নাম সব্য…????????????''। 

অন্যদিকে, ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনিও সকলকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে ঐন্দ্রিলা শর্মার ফুসফুসে টিউমার ধরা পড়েছিল। জানা যায়, সেটি ম্যালিগন্যান্ট। ঐন্দ্রিলার চোখের সামনে ফিরে আসে ক্লাস ইলেভেনের স্মৃতি। ২০১৫ সালে তাঁর অস্থিমজ্জায় ক্যানসার হয়। যার সঙ্গে লড়াইয়ে জিতেছিলেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসারের সঙ্গে লড়াইয়ে তাঁকে সাহস জুগিয়েছেন সব্যসাচী। শক্ত করে ধরে রেখেছিলন তাঁর হাত। অভিনেত্রীও তাঁর অপরিসীম জীবনীশক্তি আর বন্ধুর জোগানো সাহসের জোরে দ্বিতীয় লড়াই জেতেন।