নিম্নচাপে উত্তাল সমুদ্র, সৈকতে ভেসে এলো ডলফিন

নিম্নচাপ পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে, ভরা কোটাল। জোড়া ফলায় ফুলে ফেঁপে উঠছে দীঘা।

নিম্নচাপে উত্তাল সমুদ্র,  সৈকতে ভেসে এলো ডলফিন

ট্রাইব টিভি ডিজিটাল: পুজোর আর হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। বাংলাজুড়ে জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। কিন্তু পুজোর বাজার মাটি করতে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। অতি সক্রিয় এই নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন দক্ষিণের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে, ভরা কোটাল। জোড়া ফলায় ফুলে ফেঁপে উঠছে দীঘা। সকাল থেকে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। সমুদ্রের জল গাডওয়াল টপকে ঢুকছে বাজার ও মেরিন ড্রাইভে। সমুদ্রের এই উন্মত্তরূপ দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। সতর্ক রয়েছে প্রশাসন। মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পর্যটকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার পর্যন্ত দীঘা মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

অন্যদিকে, নিম্নচাপের জেরে শনিবারের পাশাপাশি রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠছে দীঘার সমুদ্র। তারই মধ্যে বিকালের দিকে কিছুটা ভাটা পড়তেই সমুদ্র সৈকতে উঠে এল একটি বিরাট ডলফিন। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ নিউ দীঘার সৈকতে উঠে আসে ডলফিনটি। তারপরই হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে।

হঠাৎ করে সামুদ্রিক এই প্রাণীটিকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দীঘা সৈকতে। যদিও ডলফিনটি জীবিত ছিল না, মৃত ছিল। কিন্তু, সেটি দেখতেই পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তারপর খবর পেয়ে স্থানীয় বন দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে যায় এবং ডলফিনটি উদ্ধার করে ঝাউ জঙ্গলে বালিয়াড়িতে পুঁতে দেয়। ডলফিনটির কী ভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। তবে কোনও লঞ্চ বা ট্রলারের আঘাত লেগে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।