দিল্লি চলো! চা-বাগানের আদিবাসী সমাজের সমস্যা মেটাতে পায়ে হেঁটে রাজধানীর পথে দুই যুবক

আমাদের ভগবান বিরসা মুন্ডার মূর্তি বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা ভালো উদ্যোগ কিন্তু বিরসা মুন্ডার মূর্তির চেহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।

দিল্লি চলো! চা-বাগানের আদিবাসী সমাজের সমস্যা মেটাতে পায়ে হেঁটে রাজধানীর পথে দুই যুবক

ট্রাইব টিভি ডিজিটাল: চা বাগান এলাকায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন মাল ব্লকের ওদলাবাড়ি চা বাগানের দুই যুবক। 

সোমবার ওদলাবাড়ি চাবাগান এলাকা থেকে দিল্লির রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। ওই দুই যুবকের নাম পিলাতুষ ওড়াও (২৫) এবং শ্যাম ওড়াও (৩০)। বাড়ি ওদলাবাড়ি চাবাগানে।
 পিলাতুষ ওড়াও বলেন, ''চা বাগান সহ ডুয়ার্স এবং তরাই এলাকায় আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা জানাতে তাঁদের এই পদযাত্রা।''

 তিনি আরও বলেন, ''আদিবাসী এলাকায় পানিয় জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট। এছাড়াও ডুয়ার্স এলাকা জুড়ে আমাদের ভগবান বিরসা মুন্ডার মূর্তি বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা ভালো উদ্যোগ কিন্তু বিরসা মুন্ডার মূর্তির চেহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেখানে বিরসা মুন্ডা ২৫ বছর শহিদ হয়ে ছিলেন, সেখানে এখন যেসব মূর্তি বসানো হচ্ছে তা দেখে মনে হচ্ছে ৪০-৫০ বছর বয়স। এতে আদিবাসীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এইসব অভাব অভিযোগ আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানাব।''

এদিন এই দুই যুবককে মালা পরিয়ে শুভেচ্ছা জানান আদিবাসী একতা বিকাশ মঞ্চের অন্যতম সদস্য মহেশ বাগ। তিনি বলেন, ''এই প্রথম কোনও আদিবাসী যুবক ডুয়ার্স এবং তরাই অঞ্চলের সমস্যা এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হল। আমরা ওদের পাশে আছি।''