বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার জগদ্দলে, আতঙ্ক এলাকায়

ফের জগদ্দলে ৩০ টি তাজা বোমা উদ্ধার। বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের জেরা করেই এই বিপুল পরিমাণ মজুত বোমার হদিশ

বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার জগদ্দলে,  আতঙ্ক এলাকায়


ট্রাইব টিভি ডিজিটাল: ফের জগদ্দলে ৩০ টি তাজা বোমা উদ্ধার। বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের জেরা করেই এই বিপুল পরিমাণ মজুত বোমার হদিশ পাই পুলিশ। 
জগদ্দলের বেশ কয়েকটি খুনের ঘটনায় গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জগদ্দল থানার বেশ কিছু জায়গায় তল্লাশি চালায়।

জানা গিয়েছে, পুলিশি তল্লাশি চালানোর সময় ৩০টি তাজা বোম উদ্ধার হয়। শনিবার জগদ্দল থানায় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড সেই বোমাগুলিকে উদ্ধার করে। বোমাগুলি উদ্ধারের পর CID বোম স্কোয়াড সেগুলিকে নিস্ক্রিয় করে দেয়। এদিকে একসঙ্গে ফের এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

অন্যদিকে ফের বোমা উদ্ধার  ডোমকলে। ২২টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। এদিন মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদীর ধারে বোমাগুলি উদ্ধার হয়। শনিবার সকালে বোমাগুলি উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। 

উল্লেখ্য, গত ৩০ জুন ডোমকলের বাবলাবোনা মাঠপাড়া এলাকায় সালিসি সভায় গুলি চলে। তাতে মৃত্যু হয় মেহেদিপাড়ার আফজাল হোসেন নামের এক ব্যাক্তির। ঘটনার পরে ঐ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়াও এলাকায় চলে পুলিশি টহল। তারপরেই শনিবার সকালে বাবলাবোনা এলাকার মাঠের দিকে শিয়ালমারী নদীর ধার থেকে ২২ টি সকেট বোমা উদ্ধার করে। ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিষ্পোজাল ষ্কোয়াডকে।