Accident News: উড়ালপুলের উপর উল্টে গেল সবজি বোঝাই ট্রাক, পরের কাণ্ড জানলে চমকে উঠবেন

বনগাঁ থেকে সবজি বোঝাই করে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ১০ চাকার ওই ট্রাকটি। এদিন কুলটি থানার কাছে চৌরাঙ্গি ওভারব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।

Accident News: উড়ালপুলের উপর উল্টে গেল সবজি বোঝাই ট্রাক, পরের কাণ্ড জানলে চমকে উঠবেন

ট্রাইব টিভি ডিজিটাল: গন্তব্যে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজি বোঝাই ট্রাক। বস্তাবন্দি সবজির বস্তা পড়ল ব্রিজের নিচে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির থেকে কিছুটা দূরে চৌরাঙ্গি ওভারব্রিজের উপর। 

জানা গিয়েছে, বনগাঁ থেকে সবজি বোঝাই করে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ১০ চাকার ওই ট্রাকটি। এদিন কুলটি থানার কাছে চৌরাঙ্গি ওভারব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ঘটনায়  বড়সড় কোনও বিপদ না ঘটলেও ঐ ট্রাকে থাকা চালকের অল্পবিস্তর চোট লাগে। এরপর ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাক থেকে সবজির বস্তাগুলো ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। যদিও অল্পের জন্য রক্ষা পান পথচারী থেকে কর্মরত চৌরাঙ্গি ট্রাফিক পোস্টের সিভিক ভলেন্টিয়াররা। যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। যদিও কী করে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।