Viral Video: ক্লাসের নতুন অতিথিকে নিয়ে মাতল স্কুল পড়ুয়ারা

স্কুলের কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি সপ্তম শ্রেণির ক্লাসরুমে এসে বসেছিল ওই হনুমান। ফের সেই একই ঘটনা  ঘটে।

Viral Video:  ক্লাসের নতুন অতিথিকে নিয়ে মাতল স্কুল পড়ুয়ারা

ট্রাইব টিভি ডিজিটাল: প্রতিনিয়ত আমাদের চারপাশে কত-কী ঘটে চলেছে! তার মধ্যে কোনটা ক্ষণিকের আবার কোনওটা দাগ কেটে যায় মনে। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে চোখ কপালে উঠবে আপনার! 

ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি আদতে ঝাড়খণ্ডের একটি সরকারি স্কুলের। সেখানে পড়ুয়াদের পাশাপাশি ক্লাসরুমে বসে মনযোগ সহকারে পড়াশোনা করতে দেখা গিয়েছে এক চারপেয়ে জন্তুকে। তবে যে সে জন্তু নয়, বাকিদের সঙ্গে বসে দিব্যি ক্লাস করছে স্বয়ং হনুমান! সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দানুয়া গ্রামের সরকারি স্কুলে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হইচইকাণ্ড পড়ে গিয়েছে নেটপাড়ায়। 

স্কুলের কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি সপ্তম শ্রেণির ক্লাসরুমে এসে বসেছিল ওই হনুমান। ফের সেই একই ঘটনা  ঘটে। এবার নবম শ্রেণির ক্লাসরুমে আসে ওই একই হনুমান। ওই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, টানা পাঁচ দিন বিভিন্ন ক্লাসে এসে বসে থাকে ওই হনুমান। সকালে স্কুল খোলার পর থেকে বেলা ১০টা অবধি ক্লাস করে সে।

শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটিতে বসে ক্লাস করছে ছাত্র ছাত্রীরা। শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে পড়াচ্ছেন। আর হনুমান সবার পিছনে বসে। তবে ক্লাসে বসে থাকলেও ব্ল্যাকবোর্ডের দিকে নজর ছিল না তার। বোর্ডের উল্টো দিকে ঘুরে বসেছিলে সে। অন্য একটি ক্লাসে আবার ব্যাক বেঞ্চার থেকে ফার্স্ট বেঞ্চে বসে ছিল ওই হনুমান। ওই হনুমানকে ঘিরে পড়ুয়াদের মধ্যেও উন্মাদনা তৈরি হয়েছিল। ক্লাসে এসে বসে থাকলেও কোনও পড়ুয়াকে ওই হনুমান আক্রমণ করেনি বলে জানা গিয়েছে।  

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In <a href="https://twitter.com/hashtag/Jharkhand?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jharkhand</a>&#39;s <a href="https://twitter.com/hashtag/Hazaribagh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Hazaribagh</a> a <a href="https://twitter.com/hashtag/wild?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#wild</a> langoor attends a government school along with other students. <a href="https://t.co/nTInwSfwMv">pic.twitter.com/nTInwSfwMv</a></p>&mdash; Deepak Mahato (@deepakmahato) <a href="https://twitter.com/deepakmahato/status/1570295679733633025?ref_src=twsrc%5Etfw">September 15, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>