বৃহস্পতিবার খড়্গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, তুলে দেওয়া হতে পারে ৭ হাজার নিয়োগপত্র

মুখ্যমন্ত্রী সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে পারেন টাটা মেটালিকসের উচ্চ পদস্থ কর্তারাও। টাটা স্টিলের এই অধীনস্থ সংস্থার বহু বছর ধরেই খড়্গপুরে তাদের প্লান্ট রয়েছে।

বৃহস্পতিবার খড়্গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়,  তুলে দেওয়া হতে পারে ৭ হাজার নিয়োগপত্র

ট্রাইব টিভি ডিজিটাল: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়গপুরের সরকারি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই সম্প্রসারণ ইউনিটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে পারেন টাটা মেটালিকসের উচ্চ পদস্থ কর্তারাও। টাটা স্টিলের এই অধীনস্থ সংস্থার বহু বছর ধরেই খড়্গপুরে তাদের প্লান্ট রয়েছে। ইউনিট সম্প্রসারণের জন্য খড়গপুর ৬০০ কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করছে টাটা মেটালিকস। 

২০১৯ সালের পর থেকেই তারা এই প্লান্টকে সম্প্রসারণ করতে উদ্যোগী হয়। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিকে, পুজোর আগেই ৩১ হাজার নিয়োগপত্র তুলে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একদিনে ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

আজ, বৃহস্পতিবার  খড়গপুর স্টেডিয়াম থেকে আরও ৭ হাজার নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। উৎকর্ষ বাংলার অধীনে কারিগরি শিক্ষার প্রশিক্ষিত পড়ুয়াদের এই নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহলের এই চার জেলার পড়ুয়ার হাতেই এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

 এদিন খড়গপুর স্টেডিয়াম থেকে সরাসরি ছাত্র-ছাত্রীদের হাতে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই তা করা হবে।এছাড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন আজ খড়্গপুর স্টেডিয়াম থেকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহের শুরুতেই দুর্গাপুর ও শিলিগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও উৎকর্ষ বাংলার অধীনে ছাত্র-ছাত্রীদের নিয়োগপত্র তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।