বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের দুয়ারে বৃষ্টি

আগামী ১১ অগাস্ট পর্যন্ত তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে।

বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের দুয়ারে বৃষ্টি

ট্রাইব টিভি ডিজিটাল: শ্রাবণের শেষ বেলায় বঙ্গে নেমেছে অবিরাম বারিধারা। বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। যার জেরে সপ্তাহজুড়ে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।  

মঙ্গলবার ভোররাত থেকেই বৃষ্টিতে ভিজছে মহানগরের রাস্তাঘাট। শহর কলকাতার পাশাপাশি বৃষ্টিস্নাত শহরতলির জেলাগুলিও। এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির ফলে কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। মাঝেমধ্যেই মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে সূয্যিমামা। যদিও আগামী কয়েকদিন এই বর্ষণমুখর আবহাওয়ায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। 

সূত্রের খবর, ভারী বৃষ্টির জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবার ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (West Bengal Power Dept Control Room) চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর। কোনও এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া, বিদ্যুতের তারে গাছ উপড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন রাজ্যের বাসিন্দারা।

এদিকে জানা যাচ্ছে, আগামী ১১ অগাস্ট পর্যন্ত তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। ফলে কিছুটা হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাবেন বঙ্গবাসী। যদিও এই বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি খুব একটা মিটবে না বলেই মত আবহাওয়াবিদদের। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে। দফায় দফায় বৃষ্টি হবে শহরজুড়ে। ভারী বৃষ্টিপাতের জেরে শহরের রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গভীর নিম্নচাপের জেরে মাঝে মধ্যেই ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী ১১ তারিখ পর্যন্ত এমনই আবহাওয়া পাবে শহরবাসী। ফলে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলল, তা বলা চলে।