পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, শহরে মৃত্যু মহিলার

রবিবার থেকেই জ্বর ছিল কৃষ্ণার। সোমবার ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবারও জ্বর না কমায় তার পরীক্ষা করানো হয়।

পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, শহরে মৃত্যু মহিলার

ট্রাইব টিভি ডিজিটাল: পুজোর মরশুমে বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্ত্রের সংখ্যা। ফের শহরে ডেঙ্গির বলি ১ মহিলা। মৃত মহিলার নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায় (৫৬)। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই মহিলার জ্বর হয়েছিল। মহিলাকে সোমবার টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করানো হলে তাঁর ডেঙ্গি ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাঁকে হাইল্যান্ড পার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে ওই মহিলার মৃত্যু হয়। রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যু ৯। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার।

আরও জানা গিয়েছে, রবিবার থেকেই জ্বর ছিল কৃষ্ণার। সোমবার ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবারও জ্বর না কমায় তার পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপর নামতে থাকে তাঁর প্লেটলেট। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁকে রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। কিন্তু চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছিলেন না তিনি। এরপর তাঁর মাল্টি অর্গান ফেলিওর হতে থাকে। রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।