Durga Puja 2022: পুজোয় পর্যটক টানতে সেরা অফার দিচ্ছে উত্তরবঙ্গ, জানেন কী...

সামনেই পুজো। পুজোর পাঁচদিন মানেই ৩৬০ দিনের রোজনামচায় বিরতি। আর এই ক্ষনিকের বিরতিতে একান্তে সময় কাটাতে অনেকেই কাছে-দূরে যেতে পছন্দ করেন।

Durga Puja 2022: পুজোয় পর্যটক টানতে সেরা অফার দিচ্ছে উত্তরবঙ্গ, জানেন কী...

ট্রাইব টিভি ডিজিটাল: পুজোর আর হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। দীর্ঘ এক বছর পর উমা আসছে বাবার বাড়ি। তাই এখন থেকেই সাজসাজ রব সর্বত্র। পুজো উপলক্ষে সেজে উঠেছে পাহাড়ও।

কারণ, সামনেই পুজো। পুজোর পাঁচদিন মানেই ৩৬০ দিনের রোজনামচায় বিরতি। আর এই ক্ষনিকের বিরতিতে একান্তে সময় কাটাতে অনেকেই কাছে-দূরে যেতে পছন্দ করেন। তাঁদের জন্য সুখবর দিচ্ছে উত্তরবঙ্গ। পুজোয় পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত ডুয়ার্সের রিসোর্ট সংস্থাগুলি। এদিন ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তির একটি বেসরকারি রিসোর্টে রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার এসোসিয়েসনের ৬ তম সাধারণ সভা হয়।

সভায় ১৯ জনের নতুন কমিটি গঠন করা হয়।কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে পুনর্বহাল হন তাজমল হক ও জীবন ভৌমিক।সম্পাদক হিসেবে মনোনীত হন সোনা সরকার।আসন্ন পর্যটন মরসুমে কি করে ভালো ভাবে পর্যটকদের পরিষেবা দেওয়া সহ যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়। 

নব মনোনীত সম্পাদক সোনা সরকার বলেন,"পুজোয় রিসোর্ট গুলোতে ভালোই বুকিং হচ্ছে। আশা করছি এবার পুজোয় ভালোই পর্যটক আসবে ডুয়ার্সে।পাশাপাশি কলকাতা থেকে ডুয়ার্সে যাতে আরো বেশি করে রেল চালু করা হয় সে বিষয়েও এদিন আলোচনা করা হয়।পর্যটন কেন্দ্র মুর্তির সৌন্দর্যায়নের বিষয়েও বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়।" এই সংগঠনের মধ্যে মুর্তি সহ সংলগ্ন এলাকার ৫৪ টি বেসরকারি রিসোর্ট আছে।এদিনের সাধারণ সভায় রিসোর্ট মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।