লক্ষাধিক টাকা ঘুষ দিয়েও মেলেনি চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক

SC-তে  চাকরি পাওয়ার জন্য  বেসরকারি কয়েকটি সংস্থা থেকে চড়া সুদে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ঘুষ দিয়েছিলেন।

লক্ষাধিক টাকা ঘুষ দিয়েও মেলেনি চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক

ট্রাইব টিভি ডিজিটাল: লক্ষাধিক টাকা দিয়েও মেলেনি চাকরি! ঋণের চাপে আত্মঘাতী দাশপুরের যুবক। দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন বছর। গোটা রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। আর এরই মধ্যে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে শোকের ছায়া নেমে এসেছে দাশপুরের এক পরিবারে।  

একদিকে শহরের রাস্তায় পরিবার পরিজন ছেড়ে ধর্ণায় বসে রয়েছেন হাজারও চাকরি প্রার্থী আর অন্যদিকে চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঋণ নিয়ে ঘুষ দেওয়ার পরেও এসএসসি চাকরি না হওয়ায় হতাশায় বিষ খেয়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বুলুরি গ্রামে বসবাসরত তপন দোলই(২৮)। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনরা।

জানা গিয়েছে, SSC-তে  চাকরি পাওয়ার জন্য  বেসরকারি কয়েকটি সংস্থা থেকে চড়া সুদে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ঘুষ দিয়েছিলেন। কিন্তু মেলেনি চাকরি, উল্টে টাকা ফেরত চাইতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল তপনকে। অন্যদিকে, ২০১৭ সাল থেকে কোনও মতে সামলালেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট দেখে  হতাশাগ্রস্থ হয়ে পড়েন তপন। আর তার জেরেই বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন সেই যুবক।

 তপনের দাদা সুকুমার দোলই জানান, ইংরেজিতে এম.এ ও বি.এড করেছিল তপন দোলুই। এই যুবক এসএসসিতে পরীক্ষা দেওয়ার পর চাকরির সুপারিশের জন্য কোন এক দালালকে মোটা টাকা দেন। নিজের পরিবারের কাছে থাকা টাকা ছাড়াও বেশ কয়েকটি সংস্থা থেকে চড়া সুদে পাঁচ লাখ টাকা নিয়ে ঘুষ দিয়েছিল ওই দালালকে। চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিলেও চাকরি হয়নি। 

অন্যদিকে সুদে নেওয়া টাকার কিস্তি মেটাতে সমস্যা তৈরি হয়েছিল ভাইয়ের। পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় টিউশন পড়াত তপন। কিন্তু বর্তমান অবস্থা দেখে হতাশার শিকার হয়ে বৃহস্পতিবার রাতে সবাই যখন ঘুমোতে যাচ্ছিলাম তখন সে 'জঙ্গলসাফ' নামের বিষ খেয়ে নেয়। রাতে তপনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই  মারা যায় ওই যুবক।

 মৃতের পরিবারের দাবি, এই পরিস্থিতিতে ঋণ শোধ করতে বীমার টাকাটা অন্তত যাতে পাওয়া যায়। আর এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে পুলিশ কোনও পদক্ষেপ নেবে বলে তাঁদের মনে হয় না। তাই তারা অভিযোগও জানাতে পারেনি কোথাও।

 অপরদিকে,শনিবার ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তবে এমন আত্মহত্যার ঘটনা অনভিপ্রেত। এর আগেও ঘুষ দিয়ে চাকরি না পেয়ে হতাশার জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে এরাজ্যে। তপনের মতো কাহিনী যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।কবে ঘুঁচবে দুর্নীতির মেঘ সেই দিকেই তাকিয়ে আছে শিক্ষিত বেকার সমাজ।