'যৌন সঙ্গমে পুরুষের প্রয়োজন নেই', বিয়ের পরই ট্রোলড অভিনেত্রী

নিজের নামে পরলেন সিঁদুরও।

'যৌন সঙ্গমে পুরুষের প্রয়োজন নেই', বিয়ের পরই ট্রোলড অভিনেত্রী

ট্রাইব টিভি ডিজিটাল: টিভি শো 'দিয়া অর বাতি হাম' খ্যাত অভিনেত্রী কনিষ্ক সোনি, বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন তিনি। ফের নিজেই নিজেকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কনিষ্ক সোনি। নিজের নামে পরলেন সিঁদুরও।

টিভি-র জনপ্রিয় মুখ কনিষ্কা দিয়া অউর বাতি হাম সিরিয়ালের জন্য এখন ঘরে ঘরে পরিচিত মুখ। সেই কনিষ্কা নিজেই নিজেকে বিয়ে করলেন। সিঁদুর পরলেন। পরলেন মঙ্গলসূত্রও। কেন এমন সিদ্ধান্ত? কনিষ্কার মতে, বিয়ে কেবল শারীরিক সম্পর্ক নয়, ভালবাসার সম্পর্ক। প্রেমের সম্পর্ক। বিশ্বাসের সম্পর্ক। তিনি এখন কেবল নিজেকে সেই ভালবাসাটা দিতে প্রস্তুত। আর কাউকে নয়। তাঁর অন্যের প্রতি যাবতীয় বিশ্বাস, ভালবাসা নষ্ট হয়ে গেছে বলে লিখেছেন কনিষ্কা।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দিয়ে তিনি বলেছেন, 'যে পোস্টে আমি বিয়ের কথা জানিয়েছি, সেটিতে প্রচুর আজগুবি মন্তব্য দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন আমি বিজ্ঞানকে পরোয়া করিনি। আমার যৌন জীবন নিয়েও জানতে চাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। যৌনতার জন্য এখন মহিলাদের পুরুষের প্রয়োজন নেই।'

">

তাই কনিষ্কার মতে, এখন নিজের সঙ্গে এক থাকাই সবচেয়ে ভাল। তবে তিনি এটাও পরিস্কার করে দিয়েছেন যে এটা যেন কেউ মনে না করেন যে তিনি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী নন। এটা তাঁরা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। যাতে তিনি ভাল থাকবেন।